সন্দেশখালির ২ মণ্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল স্টিং অপারেশন ফেক। সাংবাদিক বৈঠ🐼ক করে এই 🉐দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করতে এই স্টিং অপারেশন করা হয়েছে।
আরও পড়ুন: নিয়োগ দুꦉর্নীতির শুনা♑নিতে বড় মোড়, অকারণে মুখ্যসচিবকে ভর্ৎসনা করছিলাম: হাইকোর্ট
পড়তে থাকুন: বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণ💧ির নাগরিক করে রেখেছে তৃণমূল সরকার🏅: নরেন্দ্র মোদী
ভিডিয়ো ফেক, দাবি বিজেপির
এদিন শমীকবাবু বলেন, সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে বিবৃতি 💃এসেছে এবং কথাবার্তায় তার যা কথা শোনা গিয়েছে আমরা দলের পক্ষ থেকে পুরো বিষয়টি সাংগঠনিক স্তরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এটা জানাচ্ছি যে ভিডিয়োটি ফেক। আমাদের বিরোধী দলনেতাকে কালিকামলিপ্ত করতে, তাঁর ভূমিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাতে ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর সমালোচনা করতে এটাকে পরিকল্পিতভাবে করা হয়েছে।
তিনি বলেন, তৃণমূলের কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে। এই কাজ করে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বেশি সন্দেশখালির মহিলাদের,♍ যাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের মহিলারাও রয়েছেন তাদেরকেও মিথ্যাবাদী বলে মানুষের সামনে তুলে ধরেছেন।
শমীকবা🐈বুর প্রশ্ন, ‘যে গঙ্গাধর কয়ালের বিবৃতি নিয়ে, কথপোকথন নিয়ে নীলাভ আলোর মধ্যে যা দেখা যাচ্ছে তা দিয়ে কী প্রতিষ্ঠা হয়। এই আন্দোলনের মধ্যে সে কোথায় ছিল? এটা একটা স্বতঃস্ফূর্ত জনরোষ, জন বিস্ফোরণ হয়েছিল। সন্দেশখালির গোটা ঘটনাটাই মিথ্যা প্রমাণ করে দেবেন 🌌একটা ফেক ভিডিয়োর মধ্যে দিয়ে? নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল ৭৩ জনের জমি ফেরত দিয়েছেন।’
আরও পড়ুন: তৃণমূলে পদহারা কুণাল ঘো♏ষের বিরুদ্ধে মুখ খুলে বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায়
সিবিআই তদন্ত দাবি
তিনি বলেন, ‘যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে যাকে দেখা গেছে তার কথায় ও আমাদের বিরোধী দলনেতা যা বলেছেন তাতে আমরা এই ভিডিয়োর সিবিআই তদন্ত দাবি করছি। আমরা জেলা নেতৃত্ব ও স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেছি। তারা 𒉰বলছেন ওই কণ্ঠস্বর গঙ্গাধর কয়ালের নয়’।
স্টিং অপারেশন নিয়ে মুখ খুলেছেন বসিরহাটের বিজেপি প𝔉্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রও। তিনি বলেন, গঙ্গাধর দা নিজে একথা বলেননি। তাঁকে চাপ দিয়ে ভয় দেখিয়ে বলান𝓡ো হয়েছে।