বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনের আগেও মিসড কল দিয়ে বিজেপি নেতা হওয়ার সুযোগ রাজ্যবাসীর সামনে। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেছেন বিজেপি নেতা। আর নেতাও যেমন তেমন নন, খোদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। অমিতাভবাবুর এহেন পোস্টে বিধানসভা নির্বাচনের করুণ পরিণতির কথা মনে পড়ছে অনে🐓কে।
পশ্চিমবঙ্গে মোট ৭৭ হাজার বুথের মধ্যে মেরে কেটে ১০ হাজার বুথে বিজেপির বুথ কমিটি রয়েছে। বাকি জায়গায় দলের ঝান্ডা ধরার লোক নেই। ভোট পরিচালনা তো দূরের কথা। ওদিকে দলের কেন্দ্রীয় ন𒁃েতৃতꦅ্ব রাজ্যের প্রতিটি বুথে বুথ কমিটির গঠনের জন্য চাপ দিচ্ছে। প্রতিবারই অমিত শাহ বা জেপি নড্ডার সঙ্গে বৈঠকে উঠে আসছে সেই কথা। কিন্তু কাজের অগ্রগতি তেমন নেই।
এই অবস্থায় বৃহস্পতিবার অমিতাভবাবু𝓡♏ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘বুথ গঠন করবই, সোনার পশ্চিমবঙ্গ গড়বই। ফোন করুন ৭৮২০০৭৮২০০।’
রাজ্য বিজেপিতে ফের মিসড কল দিয়ে সদস্যপদ গ্রহণের প্রক্রিয়ার সমালোচনা করেছে দলেরই একাংশ। তাদ🍒ের কথায়, সদস্য সংগ্রহ, বুথ কমিটি গঠনের মতো গুরুতর কাজ মিসড কল দিয়ে হয় না কি?
পালটা অমিতাভ গোষ্ঠীর নেতাদের দাবি, রাজ্যের প্রতিটি বুথে এমন বহু মানুষ রয়েছেন, যারা তৃণমূলের আক্রমণের ভয়ে বিজেপির হয়ে প্রকাশ্যে আসতে পারছেন না। তারা মিসড কল দিয়ে তাদের ইচ্ছার কথা জানালে দল তাদের একজোট করে ময়দানে নামাতে পারবে। সেক্ষেত্রে ཧবহু জায়গায় পিছু হঠতে বাধ্য হবে তৃণমূলের দুষ্কৃতীরা।