ꦯ বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ, রবিবার সকালে লেকটাউনে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে এসে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবার তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন তিনি। আর তাঁর এই মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
꧟ঠিক কী বলেছেন অগ্নিমিত্রা পাল? এদিন চায়ে পে চর্চা কর্মসূচিতে গিয়ে তিনি সরাসরি মারের নিদান দেন। অগ্নিমিত্রা পাল বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের গায়ে হাত পড়লে মারের বদলে মার হবে। মারের বদলা মার দেওয়ার পর বাকিটা দল দেখে নেবে।’ বিজেপি বিধায়কের এই মন্তব্যের পর মন্ত্রী সুজিত বসু বলেন, ‘তৃণমূল কংগ্রেস মারে নয়, গণতন্ত্রে বিশ্বাস করে।’
আর কী বলেছেন বিজেপি বিধায়ক? ꦕএদিন তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন নেই। যেটা আছে ক্যামাক স্ট্রিটের অফিস তারই এক্সটেনশন।💜 যেমন পুলিশের ড্রেস পরা তৃণমূলের ক্যাডার। কিন্তু কাঁথি এবং রানাঘাটে পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। কী বলবেন? এই বিষয়ে তাঁর খোঁচা, ‘এখন সৎ সাজার চেষ্টা করছেন, নাটক করছেন। কিন্তু এবার আর কোন কাজ হবে না।’
𒆙আর কী ঘটেছে সেখানে? এদিন চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে নিজে হাতে উপস্থিত দলীয় কর্মীদের চা বিতরণ করেন অগ্নিমিত্রা পাল। এখন ভাল ঠাণ্ডাও পড়েছে। তবে অমিত শাহের সঙ্গে বঙ্গ–বিজেপির নেতাদের বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল। গুজরাটে বিজেপির রেকর্ড জয়ের প্রসঙ্গ টেনে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।