কেন্দ্র বার্ধক্য ভ🎶াতা দেয় তা সত্ত্বে রাজ্যের পৃথক ভাতা দেওয়ার প্রকল্প চালিয়ে যাওয়ার কি কোন প্রয়োজন রয়েছে? সোমবার বিধানসভায় এই নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। এর উত্তরে রাজ্যে নারী ও শিশু কল্যাণমন্ত্রী জানিয়েছে, অনেক দিন ধরে এই প্রকল্প চলে আসছে। সুবিধাপ্রাপকের সংখ্যাও কয়েক লক্ষ। কেন্দ্রে পাশাপাশি রাজ্যের অধিকার রয়েছে এই ভাতা দেওয়ার।
সোমবার অধিবেশনে বালুরঘাটের বিজেপি বিধায়ক রাজ্যের পরিচালিত বার্ধক্য ভাতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘ কে🧜ন্দ্রের তো এই ধরনের প্রকল্প রয়েছে। তা সত্ত্বেও কেন রা꧂জ্য সরকার আলাদা করে বরাদ্দ অনুমোদন করছে?’
এর উত্তরে মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বার্ধক্য ভাতা এনেকদিন ধরে দেওয়া চলছে। ২০১১ সাল থেকে প্রাপকের সংখ্যা অনেক বেড়েছে। আগে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কোনও ফান্ড থাকত না। এখন তা বরাদ্দ করা হয়েছে।’ তিনি আরও জানান এই ভাতা দিতে রাজ্যের প্রায় ১৬ কোটি ৮৯লক্ষ টাকা খরচ হয়েছে। ১২ লক্ষ বৃদ্ধ-বদ্ধা এই ভাতা পায়। এই ধরনের সামাজিক প্রকল্প চালুর ব♐্যপারে কেন্দ্র-রাজ্য কোনও সঙ্ঘাত নেই। রাজ্য সরকার প্রয়োজন বুঝেই প্রকল্প শুরু করে।