একদিকে আলিপুর হোটেলে বৈঠক করছেন সাংসদ অর্জুন সিং। আর ক্যামাক স্ট্রিটের অফিসে প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই কি অভিষেকের অফিসে যাবেন? বাড়ছে গুঞ্জন। স্বয়ং অর্জুন সিংহের কথায়, ‘কিছুক্ষণের মধ্যে সব স্পষ্ট হয়ে যাব𒐪ে।’ সব ঠিক থাকলে আজ, রবিবার বিকেল সাড়ে ৪টেয় অর্জুন–অভিষেক মুখোমুখি হবেন।
কিন্তু এখন কারা বৈঠক করছেন🅘? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন আমডাঙার তৃণমূল কংগ্রেস বিধায়ক রফিকুর রহমান। বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিষেকের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্জুনের। তারপরই সম্ভবত ‘ঘর ওয়াপসি’।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আবহে তৃণমূল কংগ🉐্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। জিতেও আসেন পদ্মপ্রতীকে। সম্প্রতি পাটশিল্পের দুরবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতিꦏর তীব্র সমালোচনা করেন। তাঁকে বাগে আনতে একাধিক বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু অবশে্যে আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন তিনি।
সূত্রের খবর, অর্জুন সিং বিজেপিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও এখন তিনি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসে না ফিরলে তাঁর অস্তিত্ব থাকবে না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির হাল বেহাল হবে। তাই নিশ্চিত টিকিট পেতেই তাঁর এই ♊ফিরে আসা। অর্জুনের সঙ্গে তাঁর ছেলে পবন সিংয়েরও ফেরার কথা। তবে দিনক্ষণ পরিবর্তন হতে পারে। এখন দে♚খার শেষ পর্যন্ত কি হয়।