প্রধানমন্🔴ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকে ঘুরে যাওয়ার পরই আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ–বিজেপির নেতারা কেমন সংগঠন গড়ে তুলেছেন তা দেখতেই এই সফর বলে সূত্রের খবর। এই সংগঠন যদি তিনি এসে দেখেন তলানিতেই রয়েছে তাহলে নড্ডার তোপের মুখে পড়তে পারে রাজ্য বিজেপি নেতৃত্বকে। ইতিমধ্যেই নিজেদের মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বঙ্গ–বিজেপির নেত🍷ারা। তবে তিনি রিপোর্ট হাতে নিয়েই আসছেন বলে জানা গিয়েছে। সেটা সামনে রেখেই চলবে জিজ্ঞাসাবাদ।
কবে আসছেন জেপি নড্ডা? সূত্রের খবর, আগামী ৭ জানুয়ারী দু’দিনের সফরে রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ২০২৩ সালের শুরুতেই তিনি আসলেও রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে অঞ্চল সম্মেলনের কাজই শেষ করতে পারছে না বিজেপি। তাই চাপ বাড়ছে তাঁদের। ইতিমধ্যেই তিনি নয়াদিল্লিতে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বৈঠক করেন এই রাজ্যের বিরোধী দলনেতা শ▨ুভেন্দু অধিকারীর সঙ্গে। তখনই তিনি সতর্ক করে দিয়েছেন নিয়ম♔ মেনে রাজনীতি করতে হবে এবং সংগঠন মজবুত করতে হবে।
ঠিক কী বলছে বিজেপি? গত শনিবার রাজ্য দফতরে বৈঠক ক🔜রা হয় পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে। সেখানে বিশেষ কমিটির চেয়ারপার্সন সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘২৪ ডিসেম্বরের মধ্যে অঞ্চল সম্মেলন শেষ করার কথা ছিল। বড়দিন–সহ নানা কারণে তা করা যায়নি। তাই আগামী ৬ জানুয়ারির মধ্যে অঞ্চল সম্মেলন শেষ করতে বলা হয়েছে।♈’ তখনই বোঝা গিয়েছিল কিছু একটা ঘটতে চলেছে। তারপরই খবর মিলল, ৭ জানুয়ারি জেপি নড্ডার রাজ্যে আসতে চলেছেন। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বুথ কমিটির ভূমিকাই বড় বিষয়। আর অঞ্চল সম্মেলনের 🌞মাধ্যমে বুথ কমিটি তৈরি হওয়ার পর ব্লক সম্মেলনের মাধ্যমে পঞ্চায়েত সমিতি নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। অথচ সেই অঞ্চল সম্মেলনই শেষ হচ্ছে না।
আর 🍨কী জানা যাচ্ছে? পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হলে লোকসভা নির্বাচনেও ভাল ফল করতে পারবে না বিজেপি। তাই ইতিমধ্যেই বঙ্গ–বিজেপি নেতাদের টার্গেট দেওয়া হয়েছে চব্বিশে ২৪। সেই লক্ষ্যেই অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও শুরু হয়েছে কেদ্রীয় নেতাদের প্রবাস কর্মসূচি। নতুন বছরের শুরুতেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নড্ডার সফরের কারণ সেটাই।