নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার দাবি নিয়ে সোমবার অধিবেশনের ꧒শুরুতেই উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। পালটা বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা ও মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ তুলেছে তৃণমূল।
আরও পড়ুন - নীতি আয়োগের বৈঠকে নিয়ম ভেঙে মমতাকে আগে বক্তব্য রাখার সুযোগ দꦍেওয়া হয়েছ♒িল
পড়তে থাকুন - পশ্চিমবঙ্গ থেকে যে কর সংগ্রহ হয় তার দ্বিগ൩ুণ টাকা ফেরত পাঠায় কেন্দ্র
এদিন অধিবেশনের শুরুতে মুখ্যমন্ত্রীকে নীতি আ𒁏য়োগের বৈঠকে বলতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করে এই নিয়ে বিধানসভায় আলোচনার দাবি জানান মন্ত্রী মানস ভুঁইয়া। স্পিকার আলোচনা করার অনুমতি দিলে তৃণমূল ও বিজেপির ৩ জন করে বিধায়ককে বলার অনুমতি দেন। এর পরই বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলতে ওস্তাদ। উনি নীতি আয়োগের বৈঠকে বলতে বাধা দেওয়ার যে অভিযোগ করেছেন তা ইতিমধ্যে অসত্য বলে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। উনি প্রথমে বৈঠ⛎কে যোগদান করবেন কি না তা নিয়ে পেন্ডুলামের মতো দুলছিলেন। শেষে ঠিক করেছিলেন নাটক করতে যাবেন। বৈঠক থেকে বেরিয়ে নাটক করে উনি ফেরত চলে এসেছেন। এই নিয়ে আবার বিধানসভায় আলোচনা করতে হবে?’
আরও পড়ুন - BJPকে ভোট দিলে শেষকৃ⭕ত্যে অংশগ্রহণ করবেন না বলে মুসলিমদের হুমকি দিয়েছেন ইমামরা
শংকরবাবু দাবি, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন মুসলিম হয়ে জন্মগ্রহণ যারা করেননি তারা দুর্ভাগ্যের শিকার। তাদের ইসলামে নিয়ে আসতে হবে। রাজ্যের মন্ত্রীর এই বক্তব্য নিয়🧸ে বিধানসভায় আলোচনার অনুমতি পাওয়া যায় না, কিন্তু মুখ্যমন্ত্রীর নাটক নিয়ে আলোচনা করতে হবে!