সম্প্রতি ধর্মা প্রোডাকশন হাউজের ৫০ শতাংশের মালিꦕকানা বিক্রি করেছেন করণ জোহর। আর সেই ৫০ শতাংশ কিনে নিয়েছেন আদর পুনাওয়ালা। এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি কর🌸ণ। অবশেষে মুখ খুললেন। কেন আদরকেই বিক্রি করলেন প্রযোজনা সংস্থার অর্ধেক মালিকানা?
ধর্মার মালিকানা বিক্রি নিয়ে কী বললেন করণ?
এদিন পরিচালক, প্রযোজক CNBC টিভি ১৮ এর গ্লোবাল লিডারশিপ সামিটে এসে এই প্রসঙ্গে বলেন, 'আমাদের জন্য এটা মোটেই কোনও বড় সিদ্ধান্ত ছিল না। আদরের সঙ্গে পার্টনারশিপে যাওয়াটা কোনও বড় ব্যাপার নয়। সহজ ছিল বরং। আমি আর অপূর্ব (অপূর্ব মেহতা, ধর্মা প্রোডাকশনের সিইও) নিজেদের হাতে করে এই কোম্পানিকে গড়ে তুলেছি। আমরা দুজনেই জানতাম ধর💝্মা প্রোডাকশন হাউজের জন্য যোগ্য এবং সেরা পার্টনার ওই হতো। আর সেখানেই এটা নিয়ে যেতে চেয়েছিলাম আমরা।'
তিনি এদিন আরও বলেন যে পার্সিরা তাঁর উপর বেশ দয়াবান। একই সঙ্গে জানান তাঁর বাবꦇা এই প্রযোজনা সংস্থা বানালেও মাত🌠্র কটা ছবি তিনি প্রযোজনা করেছিলেন। কিন্তু তারপর ব্যবসা বাড়িয়েছেন খোদ করণ। আর এখন তিনি বুঝেছিলেন যে বিনিয়োগের প্রয়োজন আছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি মজা করে এদিন জানান যে তিনি ভাবছেন ধর্মা প্রোডাকশন হাউজের নাম বদলে ফার্মা প্রোডাকশন হাউজ করবেন কিনা!
করণ জোহরের শেষ প্রযোজিত ছবি হল জিগরা। ভাসান বালা ছবিটির পরিচালনা করেছিলেন। মুখ্য ভূমি𝔍কায় ছিলেন আলিয়া ভাট এবং বেদাং রা🦂য়না।
আরও পড়ুন: অবশেষে স্লট পেল মিত্তির💛 বাড়ি! আদৃতের ধারাবাহিক কবে থেকে কোন সময়ে দেখা যাবে? থামছে কোন মেগা?