বুধবার থেকে চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন। কিন্তু বেসরকারি বাস এবং মিনিবাস পুরোদমে রাস্তায় নামছে না বুধবার থেকে। নিজেদের কিছু সমস্যার কারণে ১০০ শতাংশ পরিষেবা দিতে পারছে না রাজ্যের বাস, মিনিবাস, অটো, ট্যাক্সি সংগঠনগুলি। বিষয়টি তারা জানিয়ে রেখেছে রাজ্য পরিবহণ দফতরকে। সুতরাং লোকাল ট্রেনে ভিড় বাড়ার আশঙ্কা করা হচ্ছে।জানা গিয়েছে, রাজ্যে মোট বেসরকারি বাস চলে ৩৬,০০০। তার মধ্যে কলকাতায় চলে ৬,০০০। জেলায় সংখ্যাটা ৩০,০০০। কলকাতায় মিনিবাস চলে ৮৫০ টি, জেলায় ২,৫০০টি। কলকাতায় ট্যাক্সি চলে ১২,০০০। শহরের মোট ১২৫ টি রুটে অটো চলে ৩০,০০০ টি। জেলায় চলে ৫,০০০টি। এগুলি সব রাস্তায় না নামলে লোকাল ট্রেন থেকে নেমে সাধারণ মানুষকে নাকাল হতে হবে।বুধবার থেকে কলকাতায় বেসরকারি বাস চলবে মোট ৩,৫০০-৪,০০০। জেলায় ৫০০০টি। কলকাতায় মিনিবাস চলবে ৩৫০ এবং জেলায় ৫০০। ৫,০০০ টি ট্যাক্সি চলবে কলকাতার রাস্তায়। অটো চলবে শহরে ১৫,০০০টি, জেলায় ১,২০০টি। যা রেলযাত্রীদের বিপাকে ফেলতে পারে।বেসরকারি পরিবহণ সংগঠনগুলির সূত্রে খবর, বাস মিনিবাস মালিকেরা ২০১৯ সালের লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন বাবদ টাকা এখনও পায়নি। টাকা মিটিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারের। আর টাকা পায়নি বলেই ঢিলে দেওয়া হচ্ছে। তাতে মানুষ বিপদে পড়বে। তখন টনক নড়বে সরকারের। আর এটাই করা হবে।সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে, ২৫ শতাংশ বাস–মিনিবাসের বিমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। লকডাউনে তা নবীকরণ করা যায়নি। এখন সেই বাস নিয়ে রাস্তায় বেরোলেই পুলিশ মোটা টাকা জরিমানা করবে। যদি রাজ্য পরিবহণ দফতর আরটিও’র মাধ্যমে পুলিশকে আপাতত কেস দেওয়া থেকে বিরত রাখতে পারে এবং বিমা নবীকরণের সময়সীমা বাড়িয়ে তা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত করে. তাহলেই বেশি বাস রাস্তায় নামানো সম্ভব। এখন প্রশ্ন তাহলে আগামিকাল কী হবে? উত্তর মিলবে রাত পোহালেই।