প্রাথমিক টেটে বঞ্চনার অভিযোগে স্বীকৃতি দিয়ে আরও ৫৪ জনকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ দিত🧔ে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি 𒐪অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ২৩ জনের নিয়োগের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। বিচারপতি জানিয়েছেন, প্রাথমিক সংসদ চাইলে ২০১৬ সালেই এদের চাকরি পাওয়া উচিত ছিল।
মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, আবেদনকারীরা প্রত্যেকেই ২০১৪ স𒈔ালে টেট পরীক্ষায় বসেন। কিন্তু পাশ করতে পারেননি। ওদিকে ওই পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল রয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। ২০১৮ সালে সেই মামলার রায়ে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রতিটি ভুল প্রশ্নে প্রত্যেককে ১ নম্বর করে দেওয়ার নির্দেশ দেন। সেই নম্বর যোগ করে দেখা যায় পাশ করেছেন ওই ৫৪ জন। কিন্তু খাতায় কলমে ওই নম্বর দেয়নি সংসদ। ফলে ২০১৬ ও ♊২০২০ সালের নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি তাঁরা। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাদের খাতায় কলমে অতিরিক্ত নম্বর দেয় সংসদ। এর পর আদালতের দ্বারস্থ হন তাঁরা।
‘যতবার ডাকবে, ততবার আসব’, অভিজিৎ খুন মামলায় CBI জেরা শেষে দাবি পরেশ পালের
এদিন মামলার রায় দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৬ সালেই এদের চাকরি পাওয়ার কথা। এ𓃲ত বছর ধরে বঞ্চিত রয়েছে তারা। তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে এদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। শূন্যপদের ব্যাপারে কথা বলতে হবে শিক্ষা দফতরের সঙ্গে। সোমবার একই রকম রায়ে ২৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, দরকার হলে ভবিষ্যতের শূন্য পদ থেকে এদের নিয়োগপত্র দিতে হবে।