গত ২৫ মার্চ কল্যাণী আদালত চত্বর থেকে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল সকলের প্রিয় ঘনা। পরে জানা যায় ঘনা নিখোঁজ হয়নি, তাকে অপহরণ করা হয়েছিল। সেই ঘটনায় রানাঘাটের এসপির নির্দেশ🔜ে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট𝔍। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এই নির্দেশ দিয়েছেন।
এর আগে কল্যাণী আদালত পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। কিন্ত𒅌ু, চার মাস কেটে যাওয়ার পরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্যাণী আদালতের কয়েকজন আইꦅনজীবী।
আসলে ঘনা হল একটি বর🔯াহ, চলতি কথায় যাকে বলা হয় শূকর। গত চার বছর ধরে কল্যাণী আদালত চত্বরে আইনজীবীদের লালন পালনে বেড়ে উঠেছিল ঘনা। অনেক আইনজীবী তাকে বিস্কুট, পাউরুটি যেমন খাওয়াতেন অনেকে আবার বাড়ি থেকে খাবার নিয়ে এসেও তাকে খাওয়াতেন। সব মিলিয়ে সকলের আদরের ছিল ঘনা। কল্যাণী আদালত চত্বরের কুকুরদের সঙ্গে বেশ মিলেমিশে গিয়েছিল এই শূকর। কিন্তু, ২৫ মার্চ থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় ঘনা। পরে জানা যায় কয়জন দুষ্কৃতী একটি সাদা গাড়িতে করে এসে ঘনাকে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয় একজন তার ভিডিয়ো করেন। এরপরে কল্যাণী থানায় ๊ঘনাকে ফিরিয়ে আনার অনুরোধ জানান আইনজীবীরা।