বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Madrasha service commission: মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন ভুল মামলায় রিপোর্ট তলব করল হাইকোর্ট
মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গেল বেঞ্চ আগামী ৭ দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে রিপোর্ট জমা দিতে বলেছে। আগামী ২৩ সে♐প্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।
মাদ্রাসা সার্ভিস কমিশনের শরীর শিক্ষা বিষয়ে ৯টি প🌠্রশ্ন ভুলের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস🉐্থ হয়েছেন শেখ আব্বাস-সহ একাধিক পরীক্ষার্থী। তাদের অভিযোগ ছিল, নটি প্রশ্ন ভুল ছিল অথবা প্রশ্নের উত্তরের অপশনে ভুল ছিল। মামলার বয়ান অনুযায়ী, ২০১৩ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি🌳 জারি হয়েছিল। অন🅺েক টালবাহানার পর পরীক্ষা হয়েছিল ২০২১ সালে। ওই বছরই ফল প্রকাশ হয়। ইতিমধ্যেই ৩১৮৩ জনকে শিক্ষক হিসেবে নিযুক্ত করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন।