ক্যামাক স্ট্রিটে গ্রুপ ডি প্রার্থীদের মিছিলে আপত্তি জানিয়েও লাভ হল না। রাজ্য সরকারের আর্জি খারিজ করে ওই পথেই গ্রুপ ডি প্রার্থীদের মিছিল হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের দাবি, ওই রুটে এ൲কাধিক স্কুল রয়েছে। মিছিলের ফলে সমস্যা হতে পারে। যদিও মিছিলে স্কুলের সমস্যা হবে না বলে উল্লেখ করেন বিচারপতি। তিনি আরও বলেন, এটি ধর্না নয়, এটি হল মিছিল। রাজ্যের আবেদনের তার ভিত্তিতে আজ রাজ্যের কাছে নতুন রুট জানতে চেয়েছিল হাইকোর্ট। তা নিয়ে হলফনামা তলব করেছিলেন বিচারপতি। আদালতে এদিন রাজ্য এদিন হলফনামা জমা দিলে রাজ্যের আর্জি খারিজ করে দেন বিচারপতি। অর্থাৎ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের পথ অপরিবর্তিত থাকল। হাইকোর্টের পূর্ব নির্ধারিত পথেই মিছিল হবে বলে জানিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন: হাজরায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের কর্মসূচি🐈তে পুলিশি হামলা, অসুস্থ বেশ🅘 কয়েকজন
আগামীকাল রয়েছে প্রার্থীদের মিছিল। এনিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। পরে মামলাকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সংক্রান্ত মামলায় বিচারপতির জয় সেনগুপ্ত আগামীকাল মিছিলের অনুমতি দিয়েছিলেন। নির্দেশ ছিল, বেলা ১ টা থেকে মিছিল শুরু হবে এবং তা শেষ হবে বিকেল পাঁচটায়। থিয়েটার রোডের সংযোগস্থল থেকে মিছিল শুরু হবে। নিজাম প্যালেসের সামনে দিয়ে 🍒এক্সাইড মো🐲ড়ে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড এবং হাজরা মোড় পর্যন্ত যাবে মিছিল।
প্রথমের দিকে কলকাতা হাইকোর্টের নি,র্দেশ মেনে নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সোমবার আবার রাজ্য বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়। রাজ্যের বক্তব্য, ক্যামাক স্ট্রিটে মিছিল ঢুকলে সমস্যা হবে। এ𒆙 নিয়ে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তারপরে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছিলেন বিচারপতি।