ভূপতিনগরে NIAর বিরুদ্ধে দায়ের করা ২টি FIRএর ভিত্তিতে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার NIAকে রক্ষাকবচ দিয়ে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ১৩ মে পর্যন্ত জারি থাকবে এই রক্ষাকবচ। সেদিন মামলার পরবর্তী শুনানি ဣহবে।
আরও পড়ুন: ৩০ শতাংশ লোক মসজিদ ভাঙলে ৭০ শতাংশ লোক চুপ করে বসে থাকবে না𒅌, বললেন তৃণমূল বিধায়ক
পড়তে থাকুন: সাংবি🦩ধ𝐆ানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ
রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত
গত ৬ এপ্রিল ভূপতিনগরে NIAর ওপরে হামলার ঘটনার পর পালটা NIA আধিকারিকদের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন অভিযুক্তের স্ত্রী। সেই ঘটনায় NIA আধিকারিকদের ওপর গুরুতর ধারা প্রয়োগ করে মামলা শুরু করে পুলিশ। সেই মাꦑমলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয় NIA. NIAএর আবেদনে সাড়া দিয়ে গত ১০ এপ্রিল হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় কোনও NIA আধিকারিককে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ৩মে আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার কথা ছিল পুলিশের। এদিন কেস ডায়েরি খতিয়ে দেখে বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দেন, ১৩ মে পর্যন্ত ২টি FIRএরই কোনও তদন্ত করতে পারবে না পুলিশ। ওই দিন মাম𝐆লার রায় দিতে পারে আদালত।
এদিন আদালতে কেস ডায়েরি পেশ করে রাজ্যের তরফে জানানো হয়, তারা মামলার তদন্তপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায়। পালটা NIA-এর তরফে জানানো হয়, এই অভিযোগ ভিত্তিহীন। পুলিশ তদন্তের নামে NIA আধিকারি🐠কদের হেনস্থা করতে পারে। যাতে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে প্রভাব পড়তে পারে। এদিনের নির্দেশ রাজ্য সরকারের কাছ🎶ে ধাক্কা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীল🍃তাহানির অভিযোগ করলেন রাজভবনের কর্মী
NIAএর ওপরে হামলা
গত ৬ এপ্রিল সকালে ভূপতিনগর বিস্ফোরণে অভিযুক্ত ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে যায় NIA. এক🏅 অভিযুক্তকে ফেরার পথে তাদের ওপর নাড়ুয়াবিলা গ্রামে হামলা হয় বলে অভিযোগ। পালটা NIAএর আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিয꧒োগ করেন এক তৃণমূল নেতার স্ত্রী। অভিযোগ, NIAএর ওপর হামলার ঘটনায় পুলিশ লঘু ধারা প্রয়োগ করলেও শ্লীলতাহানির অভিযোগে কঠোর ধারা প্রয়োগ করে তারা।