পথ কুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। বচসা, গালিগালাজ তো মারধর এমনকী খুনের চেষ্টার মতো ঘটনা ঘটছে। যার ফলে একটি সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পথ কুকুরকে খাওয়ানোর জন্য একটি জায়গা নির্দিষ্ট করার প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট। তার ভিত্তিতে কলকাতা পুরসভার-সহ রাজ্যের সমস্ত পুরসভাকে একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে বলেছে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে কলকাতা পুরসভা এবং রাজ্য💛ের পুর ও নগরোন্নয়ন দফতরকে এ বিষয়ে নিজেদের অবস্থান ♒জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরোতেই🐻 বৃদ্ধাকে খুবলে খেল এ🎐ক ডজন কুকুর, চিকিৎসার আগেই হল মৃত্যু
মূলত হাইকোর্টের এমন প্রস্তাব সামনে এসেছে দক্ষিণ ২৪ পরগনার একটি ঘটনাকে কেন্দ্র করে। পথ কুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে ঝামেলা নতুন কিছু নয়। সেরকমই একটি ঝামেলা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। পথকুকুরদের খাওয়াত গিয়ে আক্রান্ত হয়েছিলেন পশুপ্রেমী অর্ণব চক্রবর্তী। জানা যাচ্ছে, তার প্রতিবেশীদের সঙ্গে আগে সুসম্পর্ক ছিল। কিন্তু, পথকুকুরকে খাওয়ানোর ফলে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ তৈরি হয়। গত ১ অগস্ট পথকুকুর এবং বিড়ালদের খাওয়ানোর সময় অর্ণবের সঙ্গে তার প্রতিবেশীদের বচসা বাঁধে। এমনকী 💦তাকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রথমে তিনি থানায় অভিযোগ জানান। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলায় উঠে আসে এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে এবং সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। তাই এই সমস্যা সমাধানের জন্যই পথ কুকুর ও অন্য পশুদের খাওয়ানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করার প্রস্তাব দেন কলকাতা হ𓂃াইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
পথকুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে বচসা ও অপরাধ ঠেকাতে সব পুরসভাকে এগিয়ে আসতে বলেছেন বিচারপতি। আদালতের মতে, পথ কুকুরকে নির্দিষ্ট জায়গায🅠় খাওয়ালে আর এই ধরনের সমস্যা হবে না। সেই চিহ্নিত জায়গাগুলিতে প্রতিদিন খাবার দিয়ে আসতে পারবেন পশুপ্রেমীরা।
হাই কোর্টের পর্যবেক্ষণ, পꦛথকুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে সামাজিক সমস্যা বাড়ছে। ফৌজদারি মামলাও বাড়ছে। হাইকোর্ট চায়ছে এই সমস্যা সমাধানে রাজ্য সরকার পদক্ষেপ করুক।উল্লেখ্য, পথকুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অশান্তির ঘটনা ঘটেছে। কলকাতাতেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে। তাছাড়া এনিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টেও মামলা হয়েছে।