Viral Video:মাঝরাত হলেই পাড়ায় একজন অচেনা লোককে দেখা যায়। কুকুরকে বিস্কুট খাওয়াতে আসে। কিছুক্ষণ বিস্কুট খাওয়ানো হয়ে গেলে চলে যায়। কিন্তু মাঝে মাঝেই যেটা লক্ষ করা যায়, তা হল কুকুর উধাও হয়ে যাচ্ছে। পাড👍়ার নেড়ি কুকুরদের কথা কে-ই বা অতটা ভাবে। তাই একটা দুটো কুকুর উধাও হয়ে যাওয়ার ব্যাপারটাও তেমন কেউ পাত্তা দেয়নি। কিন্তু এসবের ফাঁকতালে হয়তো চলছে বড়সড় কুকর্ম। যা নজর এড়িয়ে যাচ্ছে অনেকের। সম্প্রতি মালদা টাউনের (Malda News) রবীন্দ্র অ্যাভিনিউয়ের একটি ঘটনা সেই আশঙ্কাই উস্কে দিল।
আরও পড়ুন - চারধাম যাত্রায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০! এই ২ ধামেই মৃত্য সবচেয়ে বেশি তীর্থযাত্রী𒅌র
কোলে কুকুর নিয়ে চম্পট
ফেসবুকে সম্প্রতি মালদার একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়, একটি দম্পতিকে বাইকে করে ক্যামেরা অন করে যাচ্ছেন। তার কারণ রাস্তার এক ধার দিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কোলে কুকুর নিয়ে হাঁটা লাগ🐈িয়েছেন। তাঁর পরিচয় ইত্যাদি জিজ্ঞেস করলেও তিনি কথা বলছেন না বা বললেও সেটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা। এই সন্দেহ থেকেই দম্পতি ভিডিয়ো করতে শুরু করেন। দ্বিতীয়বার লোকটির পিছন পিছন গেলে লোকটি ভয় পেয়ে যায়। কুকুরটিকে কোল থেকে নামিয়ে নিজের মতো হাঁটতে থাকে। কিন্তু কেন লোকটি কুকুরটিকে কোলে নিয়েছিল? সে প্রশ্নের কিছুতেই উত্তর দেননি ওই ব্যক্তি।
আরও পড়ুন - ভক্তদের স๊ঙ্গে নেচে ওঠেন জাগ্রত মা! শান্তিপুরে বামাকালীর পুজোয় লক্ষ মানুষের ঢল
কী দাবি ওই দম্পতির?
ওই দম্পতির দাবি, কুকুরটিকে মেরে ফেলার জন্য🃏 নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তার কুকুরদের ব্যাপারে মানুষ তত সচেতন নয়। ফলে তাদের কিছু হলেও কেউ অতটা গুরুত্ব দেন না। দম্পতির ধারণা সেই সুযোগ কাজে লাগিয়ে ওই এলাকা থেকে কুকুর তুলে নিয়ে যাওয়া হয়। পরে কুকুরটিকে মেরে বিরিয়ানির মাংস হিসেবে ব্যবহার করা হয়। এই ঘটনাটিতে পুলিশের দৃষ্টিভঙ্গিও আকর্ষণ করা হয়েছে। তবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ফলে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। প্রসঙ্গত, সেই সময় কাছেই দাঁড়িয়েছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। কিন্তু তিনিও এই ঘটনা দেখে এগিয়ে আসেননি🎶 বলে দাবি ওই মহিলার। ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নেটিজেনরাও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।