শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর সম্পত্তির খতꦏিয়ান তলব করল সিবিআই। তদন্তকারীদের দাবি, বিভাস অধিকারীর নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে। যে সম্পত্তি লুক𝄹ানোর চেষ্টা করছেন তিনি।
নিয়োগ দুর্নীতির তদন্তে গত ১৫ এপ্রিল বীরভূমের নলহাটিতে বিভাসবাবুর বাড়ি ও আশ্রমে তল্লাশ🔯ি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। বিভাসবাবু নলহাটিতে দলের ব্লক সভাপতি ছিলেন। তাঁর নিয়ন্ত্রণাধীন ট্রাস্টের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে রয়েছে ডিএলএড প্রতিষ্ঠানও।
সিবিআইয়ের দাবি🌠, নিয়োগ দুর্নীতিতে পুরনো খিলাড়ি বিভাসবাবু। এমনকী তাপস মণ্ডলের আগে থেকে মানিকের সঙ্গে ভালো ফিটিং রয়েছে তাঁর। চাকরি বিক্রি করে মোটা টাকা ঘরে তুলেছেন তিনি। নামে - বেনামে সেই টাকা বিনিয়োগ করেছেন। এমনকী মন্দির ও আয়ুর্বেদ ওষুধের ব্যবসার নামে সাদা করেছেন চাকরি বিক্রির কালো টাকা।
বিভাসের সম্পদের হিসাব পেতে তাঁকে গত ১৫ নভেম্বর নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁকে তাঁর ব্যক্তিগত সম্পত্তি ও গাড়ির খতিয়ান, মন্দিরের সম্পত্তির হিসাব ও ওষুধের কারবারের হিসাব দিতে বলা হয়েছে। তদন্তকারীদের অনুমান, নিজের সম্পত্ত🌄ি আড়াল করছেন বিভাসবাবু।
নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর নিজে𓃲কে নির্দোষ বলে দাবি করেন বিভাস অধিকারী। তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এর পর একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। পঞ্চায়েত ভোটে বীরভূমে প্রার্থীও দেয় তাঁর দল। তবে সাফল্যের মুখ দেখেননি তাঁদের কেউই। এবার ফের একবার সিবিআইয়ের নজর পড়েছে বিভাসের ওপর। তাদের অনুমান, নিয়োগ দুর্নীতির লাভবানদের অন্যতম বিভাসবাবু ধর্মীয় নেতা বলে নিজেকে দাবি করে বাঁচার চেষ্টায় রয়েছেন।