বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মীর। আজ, শনিবার তাঁদের মধ্যে থেকেই ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল সিবিআই। আগামী সপ্তাহের পৃথক দিনে তাঁদের এক এক করে ডাকা হয়েছে বলে খবর। গ্রুপ–সি নিয়োগ দুর্নীতি মামলায় যাঁদের চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট এমন ১০ জনকে তলব করা হয়েছে। আগামী সোমবার থেকে পর পর কয়েকদিন তাঁদের জ💃িজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। গতকাল, শুক্রবার এই ১০ জনকে নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে এই ১০ জনকে চাকরি সংক্রান্ত সমস্ত নথি এবং আর্থিক লেনদেনের কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। মূলত কার মাধ্যমে তাঁরা 🐠চাকরির জন্য টাকা দিয়েছিলেন সেটা জানতেই এই তলব বলে সূত্রের খবর। চাকরি পেতে কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা? কত টাকায় চাকরি কিনেছিলেন? এই প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে সিবিআই সূত্রে খবর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা সরানোর নির্দেশ শুক্রবার দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেটা নিয়ে যখন গোটা বাংলায় চর্চা তুঙ্গে ঠিক তখনই নোটিশ পাঠানো হয়েছে এঁদের। সবমিলিয়ে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে সিবিআইয়ের আতসকাচের তলায় রয়েছে এই ১০ জনের আর্থিক লেনদেন। তাই সকলেরই বয়ান রেকর্ড করা হবে। শুক্রবা൲র সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে ১০ জন অযোগ্য চাকরিপ্রার্থীকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা এদের জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতি মামলায় আনহোলি নেক্সাসের সন্ধান পেতে চায়। বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের অনেকেই মিডলম্যান ধরেছিলেন বলে অভিযোগ। তাই চক্রের মধ্যে থাকা তাপস মণ্ডল, প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। এমনকী গ্রেফতার করা হয়েছে অয়ন শী♛লকেও।