শুভেন্দু অধিকারী পরিবার ঘনিষ্ঠ ঠিকাদার রামচন্দ্র পণ্ডার বিরুদ্ধে ‘ভুয়ো মামলা’ করা হয়েছিল বলে অভিযোগ। তার তদন্তে নেমে এবার মামলাকারী কাকলি পণ্🍰ডার স্বামী তথা কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডাকে তলব করল সিবিআই। আজ, বুধবার শান্তনু পণ্ডাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। এই তলবের কারণ কাকলি পণ্ডা কলকাতা হাইকোর্টে হলফনামা জꦍমা দিয়ে বলেছিলেন, ‘প্রভাবশালীরা আমাকে মিথ্যে মামলা করতে চাপ দিয়েছিল।’ এবার সেই প্রভাবশালীদের নাম জানতেই শান্তনুকে সিবিআই তলব করেছে বলে সূত্রের খবর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া টেন্ডার দুর্নীতির তদন্তভার আগেই সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই ঘটনার তদন্তে নেমে কন্টাই থানার আইসিকে তলব করেছিল সিবিআই।
বিষয়টি ঠিক কী ঘটেছিল? ভুয়ো শংসাপত্র দিয়ে কাঁথি পুরসভায় ঠিকাদারি করার অভিযোগ তুলে অধিকারী পরিবার ঘনিষ্ঠ রামচন্দ্র পণ্ড♔ার বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন কাকলি। তবে অভিযোগপত্র থানায় জমা করেন শান্তনু। তার জেরে ঘটনায় রামচন্দ্রকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হয়। তখন কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়েন ওই ঠিকাদার। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। বিচারপতি তখন কাকলিকে আদালতে ডেকে পাঠান। কাকলি আদালতে জানান, কয়েকজন প্রভাবশালী চাপ দিয়ে মিথ্যা মামলা তাঁকে দিয়ে করিয়েছেন। তিনি প্রাণ সংশয়ে ভুগছেন। আদালত কাকলিকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিতে নির্দেশ দেয়। আর গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।
আর কী জানা যাচ্ছে? আইসি অমলেন্দু বিশ্বাসকে নিজাম প্যালেসে ডেকে শুভেন্দু ঘনিষ্ঠ ঠিকাদার রামচন্দ্র পণ্ডার ব🧔িবৃতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। ওতবে টেন্ডার দুর্নীতি মামলায় কলকাতা হাইক🍒োর্ট থেকে নিঃশর্ত জামিন পেয়ে শুক্রবার মুক্তি পান রামচন্দ্রবাবু। তিনি দাবি করেছেন যে পুলিশি জেরার নামে তাঁর উপর অত্যাচার হয়েছে।