শীত সবে পড়তে শুরু করেছ🔯ে। সাধারণ মানুষ হয়তো ভেবেছিলেন শীতের সবজির দাম কিছুটা কমবে। কিন্তু কমা তো অনেক দূরের কথা। এখনও টমেটোর দাম ৮০ টাকা কেজি। এখনও সিমের দাম ৮০ টাকা কেজি। আলু, পেঁয়াজের দাম সামান্য কিছুটা কমলেও তা এখনও মধ্য়বিত্তের নাগালের বাইরে। তবে সব জায়গায় এই আলু পেঁয়াজের দাম এখনও কমেনি। এদিকে স্বস্তি বলতে সুফল বাংলার স্টল। সেখানে কিছুটা কম দামে বিক্রি হয় বলে খবর। কিন্তু বাস্তবে সেখানেও কিছু ক্ষেত্রে অনিয়ম হচ্ছে বলে খবর।
তবে এবার⭕ সেই অনিয়ম রুখতে সিসি ক্যামেরার নজরদারি করবে রাজ্য সরকার। সূত্রের খবর, সব মিলিয়ে রাজ্য়ের সমস্ত সুফল বাংলার স্থায়ী স্টলে সিসি ক্যামে🐽রা বসানো হবে। কৃষি বিপনন দফতর একেবারে আধুনিক মানের সিসি ক্যামেরা বসাবে। সেখানে দফতরের তরফে মনিটরে নজরদারি চালানো হবে।
মূলত সাধারণ মানুষ⛎ অনেক আশা নিয়ে সেই সুফল বাংলার স্টলে যান। একটু যদি কম দাম পাওয়া যায় এই আশায়। কিন্তু সেখানে আশাহত হতে হয় কিছু জায়গায়। সেকারণে এবার চলবে নজরদারি। প্রাথমিকভাবে যে সমস্ত স্থায়ী স্টল রয়েছে সেখানে সিসি ক্যামেরার নজরদারি চলবে। এবার ভ্রাম্যমান স্টলগুলিতেও চলবে সিসি ক্যামেরায় নজরদারি।
অভিযোগ উঠছে চাষিদের কাছ থেকে শাকসব্জি না কিনে বাইরে থেকে নিম্নমানের সামগ্রী কিনে সুফল বাংলায় বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গেই বহু ক্ষেত্রেই ক্রেতারা গিয়ে জানতে পারছেন সবজি সব শেষ। সেগুলি আদৌ সাধারণ মানুষকে বিক্রি করা হচ্ছে নাকি আড়ালে সেগুলি অন্যত্র চালান করে দেওয়াꦺ হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এবার সিসি ক্যামেরℱায় চলবে নজরদারি।