⛎ করোনা সংক্রমণ রুখতে এবার রাজ্য সরকারকে চিবিয়ে খেতে হয় এমন তামাক ও পান মশলা নিষিদ্ধ করতে পরামর্শ দিল কেন্দ্র। সঙ্গে প্রকাশ্যে ধূমপান থেকেও সংক্র🎃মণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই অবিলম্বে এই বস্তুগুলিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে তারা। এই মর্মে চিঠিও পৌঁছেছে নবান্নে।
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে লেখা এক চিঠিতে জানানো হয়েছে, পান, পান মশলা, গুটখা জাতীয় বস্তু সেবন করলে বার বার থুতু ফেলার প্রবণতা জন্মায়। এই থুতুই করোনাভাইরাস ছড়ানোর মূল। তাই প্রকাশ্যে থুতু ফেলার প্রবণতা বন্ধ করতে চিবিয়ে খেতে হয় এমন তꩵামাকজাত বস্তু ও পান মশলা নিষিদ্ধ করা উচিত।
এছাড়া ধূমপানের সময় মুখ থেকে লালার অতিক্ষুদ্র বিন্দু ꧋বাতাসে মেশে। তা থেকেও করোনဣা সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। তাই বন্ধ হওয়া উচিত প্রকাশ্যে ধূমপানও। করোনা রুখতে ইতিমধ্যে গুটখা নিষিদ্ধ করেছে বিহার, ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য।