নয়া বিল না দেওয়া পর্যন্ত জুনের অস্বাভাবিক চড়া বিল জমা দিতে হবে না। সিইএসসি গ্রাহকদের এমনই বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার সিইএসসি বিদ্যুৎ 🌠সংস্থার কর্তাদের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওযা হয়ে🐬ছে, তা জেনে নিন -
বিদ্যুৎমন্ত্রী বলেন, 'আমি মানুষকে অস্বাভাবিক চ💙ড়া বিল জমা না দেওয়ার আর্জি জানাচ্ছি। সিইএসসির কর্তারা আমায় জানিয়েছেন, তাঁরা পৃথকভাবে জুনে কত বিদ্যুৎ ব্য়বহার করা হয়েছে, সেই হিসাব করবেন এবং নতুন একটি বিল দেওয়া হবে। য🐬া কম হবে।'
মন্ত্রী জানান, জুনের বিল না দিলে কারোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। লেট ফাইনও দিতে হবে না। জুনের▨ বিলে মিলবে রিবেটও।
সিইএসসির সঙ্গে সোমবারের বৈঠক ফলপ্রস🌠ূ হয়েছে বল✱ে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। অর্থাৎ রবিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ সংস্থার ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করলে সোমবার সিইএসসি যে ব্যাখ্যা দিয়েছে, তাতে রাজ্য সন্তুষ্ট হয়েছে।