ফিরহাদ হাকিমের অনুপস্থিতিতে তাঁর স্থলাভিষিক্ত হলেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়।কলকাতা পুরসভার কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্সের চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করলেন আলাপনবাবু। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগে এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান ছিলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কিন্তু নারদ কাণ্ডে আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি। তাঁর অনুপস্থিতির কারণেই এই রদবদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কলকাতায় করোনা সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টিকাকরণের কর্মসূচি, শহরের সানিটাইজেশন, হাসপাতালগুলোর বর্জ্য দ্রুত নিষ্কাশন, হাসপাতালের শয্যা-সেফহোম পর্যন্ত রোগীদের পৌঁছে দেওয়ার উদ্যোগ, করোনায় মৃতদের দেহ সৎকার, করোনা বিধি পালনে শহরবাসীকে সচেতন করা-সহ একগুচ্ছ করোনা নিয়ন্ত্রণের কাজ করার জন্যই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।