কলকাতায় ফের শিশু বিক্রির পর্দাফাঁস। আর এবারও ঘটনাস্থল আনন্দপুর থানা এলাকার। মাত্র ৩০ হাজার টাকায় ২৮ দিনের নাতনিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ꦗদাদুর বিরুদ্ধে। ঘটনায় দাদুসহ ৫ জনকে গ্রেফতার করেছে প🦂ুলিশ।
আনন্দপুর থানা সূꦍত্রে জানা গিয়েছে, বুধবার বানতলা বাজার এলাকার বাসিন্দা এক তরুণী থানায় এসে অভিযোগ করেন তাঁর ২৮ দিনের শিশুকন্যাকে ১২ ডিসেম্বর মধ্যরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। জেরা করা হয় শিশুটির বাবা, সৎ মা ও দাদুকে। দাদুর কথায় অসঙ্গতি পান তদন্তকারীরা। লাগাতার জেরায় দাদু স্বীকার করেন বাবা ও সৎ মায়ের সহযোগিতায় ৩০ হাজার টাকায় শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন তিনি।
এর পর দাদুর বলে দেওয়া ঠিকানায় গিয়ে শিশুকন্যাক🔴ে উদ্ধার করে পুলিশ। তাকে হোমে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে মায়ের হাতে তুলে দেওয়া হবে। ওদিকে অভিযুক্ত দাদু ও শিশুটির ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ৩ মহিলার দালালকে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।
আনন্দপুর এলাকায় শিশুবিক্রির অভিযোগ নতুন নয়। চলতি বছরেই IVF সেন্টারের আড়ালে সেখানে শিশুবিক্রির বড়সড় চক্রের হদি♚শ পেয়েছিলেন তদন্তকারীরা। এবার মাত্র ৩০ হাজার টাকায় নাতনিকে বিক্রির অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘অভিযোগ পেয়েই আমরা তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেফতার করি। এব্যাপারে আগেও আমাদের অভিজ্ঞতা ছিল। 😼তাই𝕴 তদন্ত দ্রুত এগনো গিয়েছে। এরা বড় কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’