প্রাক বড়দিনেই ৩২৫ জন গ্রেফতার হয়েছে শহরে। তাও ট্রাফিক আইন ভাঙার জন্য। শুনতে অবাক লাগলেও খাস কলকাতার বুকেই এমন ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আইন ভাঙার পর যখন পুলিশ ধরছে তখন তাদের উপরও শাসানি দেওয়া হয়েছে বলে অভিযোগ। চূড়ান্ত বেলেল্লাপনা ধরা পড়েছে মধ্য কলকাতায়। ২০২৩ সালের শেষ রবিবার এমন ছবিই উঠে এসেছে✃ বলে পুলিশ সূত্রে খবর। তাই আশঙ্কা করা হচ্ছে, আজ বড়দিনে মহানগরীতে কী ঘটবে? যদি বিস্তর পুলিশকর্মী গতকাল রাত থেকেই নেমে পড়েছে। আজ, সোমবার সেই সংখ্যাটা ৩৫০০ পৌঁছবে।
এদিকে রবিবার থেকে উৎসবে মেতে উঠেছে কলকাতায়। বড়দিন উপলক্ষ্যে শহরে পার্ক স্ট্র♏িট–সহ নানা জায়গায় ঘুরেছেন মানুষজন। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইলিয়ট পার্ক থেকে পার্ক স্ট্রিটের পথে মানুষের ঢল নেমেছিল। আজ সকাল থেকেও একই ছবি দেখা যাচ্ছে। সেখানে কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে ৪৫৯টি মামলা দায়ের করা হয়েছে। আর মদ্যপান করে দুর্ব্যবহার–সহ অন্যান্য অভিযোগে শুধু কলকাতা শহরে পুলিশ ডিভিশনগুলি থেকে মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যা রীতিমতো ভাবিয়ে তুলেছে। বড়দিন উপলক্ষ্যে আজ কোথায় যাবে বিষয়টি?♎ উঠছে প্রশ্ন।
অন্যদিকে বেপরোয়া গাড়ি চালানো, তীব্র গতিতে গাড়ি চালানো, পুলিশের সঙ্গে বচসা, ট্রাফিক আইন লঙ্ঘন, মদ্যপ অবস্থায় চলাফেরা–সহ নানা কাজ করেছেন নতুন প্রজন্মের নাগরিকরা। একদিকে ভিড় অপরদিকে বেলেল্লাপনা সামলাতে হিমশিম খেতে হয়েছে। 🦄পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করার পাশাপাশি মোট ৪১.৪ লিটার পরিমাণের মদ বাজেয়াপ্ত করা হয়েছে। আলাদা করে কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি। এই অভিযান আজও চলবে। আজ বড়দিন হওয়ায় বেলেল্লাপনার ঢেউ বাড়বে। সাড়ে তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ওয়াচ টাওয়ার রাখা হয়েছে। এই সব ছাড়া আরও ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে আছড়ে পড়ল যাত্রীদের ঢেউ, একদিনে সংখ্যা ছাড়াল ৭০ 𒁃হাজার
এছাড়া বিনা হেলমেটে মোটরবাইক চালিয়ে আইন ভাঙার অভিযোগ উঠেছে প্রচুর। তাই এই অভিযোগের মোট সংখ্যা ১৩১ জনের বিরুদ꧟্ধে। আবার অনেককে ভালভাবে বললে তেড়ে উঠেছেন। এমনকী একসঙ্গে তিনজন মিলে মোটরবাইকে চেপে বেরিয়ে পড়েছিলেন। তার জন্য ৮৪ জন আরোহীর বিরুদ্ধে ট্রাফিক আইন🍸 ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে। মদ্যপান করে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘন করার জেরে কলকাতা শহরে এখনও পর্যন্ত মোট ২৪৪ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। আজ আরও সতর্ক দৃ্ষ্টি রাখা হচ্ছে।