আগেও কথা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও রাখলেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে বেতন বাড়িয়ে, বোনাস দিয়ে আগে কথা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় খবর দিল নবান্ন।🥀 চলতি বছরের বাজেটের ঘোষণা অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়াল রাজ্য সরকার। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তিཧ দিয়ে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতনের টাকা বাড়ানোর কথা জানিয়েছে নবান্ন। আর তাতে এখন খুশির হাওয়া বইতে শুরু করেছে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মনে।
শহরে এবং গ্রামে এখন সিভিক ভলান্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করেন। আর জেলা সফরে গিয়ে তা দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য🃏ায়। তাই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মূল বেতনও খানিকটা বেড়ে যাবে। বাজেটে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণাই এবার বাস্তবায়িত হল। ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়িয়ে দিল রাজ্য🉐 সরকার। বর্ষা আসার আগে এটা তাঁদের কাছে সুখবর।
আরও পড়ুন: ‘মালায়লম ভ♒াষায় রাজ্যের নাম হওয়া উচিত কেরলম’, বিজয়নের প্রস্তাবে সমর্থন বিরোধীদেরও
এদিকে এই মর্মে গতকাল, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হ༺য়েছে। সেখানে জানানো হয়েছে, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। মাসে তাঁদের বেতন বাড়ছে এক হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন। সেই ভাতাই বেড়ে এবার ৩৭৮ টাকা করা হচ্ছে। এই দৈনিক ভাতা বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় শুরু করতে পারবেন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা। ২০২৪ সালের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। যার জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়।