দেবীর বোধন বাকি আছে। তবে জায়গায় জায়গায় উদ্বোধন হয়ে যাচ্ছে পুজো মণ্ডপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বহু পুজোর উদ্বোধন করেছেন। নিজে মুখে তিনি দাবি করেছেন, মহালয়ার দিন তিনি ৩০০টির মতো পুজো উদ্বোধন করেছেন। আর ১০ অক্টোবর, দ্বিতীয়তে তাঁর ৪০০ পুজো উদ্বোধনের কথা। এই সবের মাঝেই বৃহস্পতিবার বৃষ্🌱টিতে ভিজে ভিজেই কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুজো উদ্বোধন করলেন মমতা। কোথাও দুর্যোগ নিয়ে কথা বললেন, তো কোথাও পুজোর সময় আবহাওয়ার পূর্বাভাস দিলেন। জানালেন, পুজোর সময় বৃষ্টি হবে।
গতকাল বেহালার বরিশা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'পুজোর সময় দুষ্টু বৃষ্টি হবে।' মমতা বলেন, 'এই দুটো দিন একটু বৃষ্টি হবে। ভাববেন না, কাদা শুকিয়ে যাবে। পুজোর সময় দুষ্টু বৃষ্টি হবে। শুনছি, রোদও উঠবে, বৃষ্টিও হবে। কী আর করা যাবে। ১২ মাসে ১৩ পার্বণ, সাথে থাকে আষাঢ় শ্রাবণ। সাথে থাকে ভরা ভাদ্র। আবার আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। কিন্তু বাজনার সাথে সাথে বর্ষাও থাকে, প্রকৃতিও থাকে। মেঘও নেমে আসে। সবকিছুকে নিয়েই আমা🌳দের পথ চলা। কিন্তু পুজো কখনও থেমে থাকে না। উৎব কখনও থেমে থাকে না। আপনারা সুখে থা♔কুন, সুস্থ থাকুন। মা সকলকে ভালো রাখুন।'
উল্লেখ্য, পুজোর সময় বহু পুজোই অনলাইনে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে জেলার পুজোগুলো। তবে কলকাতার বেশ কয়েকটি পুজোয় নিজে গিয়ে উদ্বোধন করেছেন মমতা। এদিকে গতকাল কলকাতায় বৃষ্টি হচ্ছিল বিকেল নাগাদ। এই আবহে বিভিন্ন জায়🧸গায় উদ্বোধনে গিয়ে ভিজে যান মমতা। গতকাল উত্তর কলকাতার টালা প্রত্যয় থেকে শুরু করে ২৫ পল্লি, ৭৪ পল্লি, বেহালা নতুন দল, বেহালার বরিষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, শীতলা মন্দির, বালিগঞ্জ ২১ পল্লি, আদি বালিগঞ্জ ক্লাব, আলিপুর সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের মতো পুজোগুলির উদ্বোধন করেছিলেন মমতা। এদিকে আজও সশরীরে মোট ১২ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন ক্লাব,মুদিয়ালি, বাদামতলা আষার সংঘ, ত্রিধারার মতো ক্লাবগুলি। এদিকে আজও সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আজও বৃষ্টির সম্ভাবনা আছে শহরে। উল্লেখ্য, সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে