অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাই এবারে আর বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পড়তে পারবেন না তিনি। শেষ পর্যন্ত তাঁর জায়গায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী ৭ জুলাই বাজেট পেশ করবেন পার্থবাবু। উল্লেখ্য, নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও বাজেট পেশ করার কথা রাজ্য মন্ত্রিসভার সদস্য।প্রশাসন সূত্রে খবর, আগামী ২ জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন বিধানসভায় রাজ্যপাল ভাষণ দেবেন। টানা ৬ দিন বাজেট অধিবেশন হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, অর্থমন্ত্রী অমিত মিত্র সশরীরে অনুপস্থিত থাকলেও তিনি অনলাইনে অধিবেশনে যোগ দেবেন বলে জানা গিয়েছে। শারীরিক অসুস্থতা ও কোভিড সংক্রমণের কারণে তিনি ঘরেই থাকবেন বলে খবর। এর আগে যখন তিনি বাইরে বেরিয়েছিলেন, তখন তাঁর বেশ কয়েকবার সর্দি কাশি হয়েছে। সেই রাজ্যের অর্থমন্ত্রীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।এদিন বিধানসভায় কমিটির সদস্যদের জন্য বিজেপির তরফে নাম জমা দেওয়া হয়। তবে চেয়ারম্যানদের জন্য অবশ্য নাম জমা দেয়নি বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে, যতক্ষণ না পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নাম ঠিক হচ্ছে, ততক্ষণ তাঁরা অন্য কমিটির জন্য চেয়ারম্যান পদে নাম জমা দেবে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হওয়ায় তাঁকে আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিতে চাইছে না বিজেপি। বিজেপি মধ্যে অবশ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হতে পারেন, সেবিষয়ে কিছু সিদ্ধান্ত হয়নি।