ফের আদালতের তুমুল ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশের এক আধিকারিক। এবার নিউটাউন থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই আধিকারিককে সরানো না হলে আদালত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।জানা গিয়েছে, নারায়ণপুর থানা এলাকায় একটি জমি দখল হয়ে যাওয়ায় নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক প্রোমোটার। পুলিশে অভিযোগ করায় প্রোমোটারের বাড়ি গিয়ে মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করার বদলে আদালতকে বিভ্রান্ত করে নিউ টাউন থানার ওসি প্রসাদ রায়। বৃহস্পতিবার মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে উঠলে তিনি বলেন, ‘এই রকম আধিকারিকের এত গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা নেই। তাঁকে সরিয়ে দিতে বলুন। প্রশাসন তাঁকে না সরালে আদালত তাঁকে অপসারণের নির্দেশ দেবে।’একই সঙ্গে বিধাননগর পুলিশকে অভিযুক্ত আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। তিনি আগামী শুনানিতে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে আদালতে।