অবশেষে কিছুটা হলেও স্বস্তি। করোনার গ্রাফ কিছুটা কমছে বঙ্গে। এর সঙ্গে কমছে মৃত্যুর সংখ্য়া। তবে বিশেষজ্ঞদের দাবি, পরিসংখ্যানে আশার আলো দেখা গেলেও বাসিন্দাদের সতর্ক থাকতেই হবে। না হলেই বড় বিপদ হতে পারে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৮জন। বুধবারের তুলনায় এই সংখ্য়া কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় মৃত্য়ু হয়েছে ১১জনের। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২.০৫ শতাংশ। তবে কলকাতার ছবিটা খুব একটা আশাপ্রদ নয়। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৫জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৪১জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৬৪জন। কলকাতা ও দুই ২৪ পরগনায় ২জন করে রোগীর মৃত্যু হয়েছে। এবার একটু উত্তরবঙ্গের দিকে তাকানো যাক। দার্জিলিং জেলায় সবথেকে বেশি ২৮জন আক্রান্ত হয়েছেন। এরপরই নাম রয়েছে জলপাইগুড়ি। সেখানে আক্রান্তের সংখ্যা ১৯জন। তবে আশার কথা উত্তরবঙ্গের জেলা গুলিতে করোনায় মৃত্যুর কোনও খবর নেই। এর জেরে যথেষ্ট স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গে। তবে বিশেষজ্ঞদের দাবি, সতর্ক থাকতেই হবে। মাস্ক পরতেই হবে। অসতর্ক হলেই বিপদ বাড়বে। সেক্ষেত্রে বাসিন্দাদের সচেতন হওয়া দরকার।