‘বং গাই’ কিরণ দত্ত বললেন, 'ত্রিপলগুলো একবার꧂ গুনে নেবেন।' সিপিআ𓃲ইএম নেতা শতরূপ ঘোষ বললেন, ‘যখনই শুনেছিলাম ধরনা মঞ্চে ত্রিপল আর চালের বস্তা জড়ো হচ্ছে, তখনই মনে হয়েছিল…।’
‘বং গাই’ ও শতরূপের ‘ত্রিপল’ পোস্ট
শনিবার দুপুরে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যখন পুরো দেশে আলোচনা চলছে, সেইসময় সোশ্যাল মিডিয়ায় এরকম কয়েকটি পোস্ট ভেসে উঠল। নেটিজেনদের গণ্ডি ছাপিয়ে ‘বং গাই’ (দুপুর ১ টা ৪৮ ম🙈িনিটে পোস্ট করেন), শতরূপের (দুপুর ২ টো ৩৩ মিনিটে পোস্ট করেন) মতো সমাজের পরিচিত মুখেরা ত্রিপল নিয়ে পোস্ট করেছেন। তবে ঠিক কোন প্রসঙ্গে কী নিয়ে দু'জনে সেরকম পোস্ট করেছেন, তা কেউই স্পষ্ট করে বলেননি।
RG করের তরুণী চিকিৎসকের জন্য জাস্টিস চাইছে রাজ্য
এমনিতে এখন পশ্চিমবঙ্গে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্⛦ছে, তা হল আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা। গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ღউঠেছে। রাজনৈতিক আঙিনা ছাপিয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।
সেই রেশ ধরেই গত মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাঁচটি দাবিপূরণের পাশাপাশি স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার ইস্তফার দাবি তোলেন। আর সেই দাবিতে মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাতে যোগ দিয়েছেন অনেক সাধারণ মানুষও। যাঁরা থাকতে পারছেন, তাঁরা থাকছেন। কেউ-কেউ আবার মাঝে-🦋মধ্যে এসে খাবার, ওআরএস দিয়ে যাচ্ছেন।
তারইমধ্যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের চেষ্টা করেছে রাজ্য সরকার। কিন্তু প্রতিবার বৈঠক ভেস্তে গিয়েছে। বৃহস্পতিবার নবান্নে বসেছিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররা নবান্নে গেলেও লাইভ স্ট্রিমিংয়ের শর🎐্তপূরণ না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। স্বাস্থ্যভবনের সামনে চলতে থাকে জুনিয়র ডাক্তারদের অবস্থান। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার রাতে অসুবিধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। গভীর ন🎃িম্নচাপের জন্য যখন বৃষ্টি হচ্ছিল, তখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করেছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের মঞ্চে মমতা
সেই পরিস্থিতিতে শনিবার দুপুরে আচমকা জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে চলে আসেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, 'কাল সারারাত ঝড়-জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারারাত ঘুমাতে পারিনি। আমারও♎ কষ্ট হয়েছে। আমারও কষ্ট হয়েছে। এই ঝড়-জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে।'