জ্ঞানেশ্বরীকাণ্ডে 'মৃত' অমৃতাভ চৌধুরীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। আগামী ২ জুলাই আদালতে ডিএনএয়ের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। সোমবার বিচারক নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন, অভিযুক্তই আসল অমৃতাভ চৌধুরী কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন। সে কারণে সিবিআইকে এই নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, রবিবার নিজাম প্যালেসে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডে অভিযুক্ত অমৃতাভকে। তার আগে জোড়াবাগানে অমৃতাভর বাড়িতে তল্লাশি চালান সিবিআই অফিসাররা। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় অমৃতাভ ও তাঁর বাবা মিহির চৌধুরীকে। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় অমৃতাভর বাবাকে।উল্লেখ্য, ১১ বছর আগে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় উত্তর কলকাতার বাসিন্দা ‘মৃত’ অমৃতাভ চৌধুরীর নথিপত্র যাচাই করতে গিয়ে গড়মিল নজরে আসে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের। তার পর তারা সিবিআইয়ের কাছে ঘটনার তদন্তের জন্য আবেদন করে। সিবিআইয়ের তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে এক্কেবারে কেউটে বেড়িয়ে পড়ে। তদন্তকারীরা জানতে পারেন, জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় মৃত সেজে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ 'আত্মসাৎ' করেছে অমৃতাভ। শুধু তাই নয়, তার বোনকে চাকরিও দেয় রেল কর্তৃপক্ষ। এই অভিযোগে সিবিআইয়ের হাতে আটক হন অমৃতাভ চৌধুরী ও তার বাবা।