একলাফে বেড়ে গেল করোনার গ্রাফ। একেবারে মাত্রাছাড়া উদ্বেগ। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া একলাফে বেড়ে হল ১৮২২জন। তবে গতকালও সেই সংখ্যাটা ছিল ১৪৯৯। ১ জুলাই ছিল ১৭৩৯জন। সেটাই বেড়ে গেল এদিন। ক💙লকাতার চিত্রও যথেষ্ট উদ্বেগজনক। একদিনে কলকাতায় আক্রান্ত ৭০১ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪৫৫জন ও দক্ষিণ ২৪ পরগনায় ♏আক্রান্ত ১১০জন।
এদিকে রথকে কেন্দ্র করে জেলায় জেলায় একেবারে উপচে পড়া ভিড়। তার মধ্যেই করোনাকে ঘিরে নতুন করে চিন্তা বাড়ছে। পরিসংখ্যান বলছে, জুন মাস জুড়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ২০জন। আর জুলাই মাস পড়তেই একেবারে রকেট গতিতে বাড়ছে করোনা। গত তিনদ𓄧িনেই করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬০জন। এটাই ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
শনিবারের মতো রবিবারও করোনা আক্🎃রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে🍌। ভয়াবহ উদ্বেগ রাজ্য জুড়ে। তবে কি ফের সেই ভয়াবহতার ছবি ফিরবে বাংলায়? জুলাই মাস পড়তেই যেন একেবারে হু হু করে বাড়ছে করোনা। এদিকে রাস্তাঘাটে করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। ট্রেনে, বাসে বাদুরঝোলা ভিড়। কিন্তু অনেকেরই মুখে মাস্কের বালাই নেই। রথের মেলা, সভা, সমিতিতে উপচে পড়া ভিড়। কিন্তু সেখানেও ভ্য়ানিস হয়ে গিয়🦄েছে করোনা বিধি। পুলিশ, প্রশাসন, চিকিৎসকরাও ফের করোনায় আক্রান্ত হচ্ছেন।