বোনেদের সুরক্ষার দাবিতে 'বোনফোঁটা' দেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। আর তা নিয়ে বামনেতাকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, ‘বোনফোঁটা দিতে বেরিয়েছে সৃজন। সূত্রের মারফত জানা যাচ্ছে যে ফোঁটার ওজন ১৫০ গ্রাম।’ আর ཧতাঁর সেই মন্তব্যের পালটা দিয়েছেন নেটিজেনদের একাংশ। একজন বলেছেন, ‘শালীনতার সীমা ক্রস হচ্ছে…একটু আস্তে…।’ একজন আবার বলেন, ‘এটা খুব বাজে কথা। কাউকে অপমান করতে নিজেকে এত নীচে নামাবেন না।’ যদিও বিষয়টি নিয়ে আপাতত বামেদের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মুখ খোলেননি সৃজনও।
'বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা'
আর যে ঘটনা নিয়ে তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের রাজ্য সাধারণ সম্পাদক সেই মন্তব্য করেছেন, তা শনিবার আয়োজন করা হয়েছিল। ভাইফোঁটার আগেরদিন নারীস♓ুরক্ষার🎀 বার্তা দিতে গড়িয়ায় বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠনের তরফে বোনফোঁটার আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন সৃজন। তিনিও ‘বোনফোঁটা’ দেন। বার্তা দেন নারীসুরক্ষার। মন্ত্রোচ্চারণ করা হয়, 'বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা।'
‘বাংলার মেয়েদের সুরক্ষা একেবারে তলানিতে ঠেকেছে’
'বোনফোঁ♔টা' দেওযার পরে সৃজন জানান, বোনেদের নিরাপত্তা, বাংলার মেয়েদের সুরক্ষা একেবারে তলানিতে ঠেকেছে।🐈 বিপদের মুখে দাঁড়িয়ে আছে। সেই পরিস্থিতিতে সকলের পাশে থাকতে এরকম প্রতীকী কর্মসূচির আয়োজন করেছে বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন। এই কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যে সকলের পাশে সকলে আছেন।
আর 'বোনফোঁটা' নেওয়া এক মহিলা দাবি করেন, আজ তাঁরা ভরসা পাচ্ছেন। মনে হচ্ছে যে বিপদের মধ্যে নেই। তাঁদের পাশে কেউ আছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভাই-দাদারা। বোনেরা যেমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেন, তেমন🐟ই এবার বোন-দিদিদের সুরক্ষার জন্য ভাই-দাদারা 'বোনফꦑোঁটা' দিচ্ছেন।
রাজ্যের একের পর এক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে
আর এমন একটা সময় সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে, যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন করা হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে সাত বছরের কন্যাকে ধর্ষণের মতো একের পর এক যৌন হেন🤡স্থার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, কল্যাণীতে স্বামীর সামཧনে স্ত্রী'কে গণধর্ষণ করা হয়েছে।