উদ্দেশ্য ছিল ভ💯িনরাজ্যে পাচার করা। তার আগেই পাচারকারীদের পরিকল্পনা বানচাল করল শুল্ক দফতর। কলকাতা থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণে সোনা। সেইসঙ্গে দুজন পাচারকারীকে আটক করেছে শুল্ক দফতর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কেজি ওজনের সোনার বার। যার আনুমানিক বাজার দর প্রায় ৮২ লক্ষ টাকা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া ব্রিজের কাছ থেকে ও✱ই দুজনকে আটক করা হয়।
কোথায় এই পরিমাণ সোনা তাদের পাচার করার উদ্দেশ্য ছিল তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান এই পরিমাণ সোনা বড়বাজার থেকে নিয়ে গিয়ে বারাণসীতে বিক্রি করার কথা ছিল। এই ঘটনায় দুজনকে আটক করার পর আরও কারা কারা এই চক্রে জড়িত রয়েছে বা কোথায় তাদের সোনা পাচারের 💖উদ্দেশ্য ছিল তা সবই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুল্ক দফতর সুত্রে জানা গিয়েছে, তাদের কাছ থেকে তিনটি সোনার বার উদ্ধার হয়েছে। প্রত্যেকটি বারের ওজন প্রায় ৫০০ গ্রাম করে।
সম্প্রতি মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে সোনা উদ্ধারের ঘটনা বেড়েඣ চলেছে। কিছুদিন আগেই হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার হয়েছিল। যার মূল্য ছিল লক্ষাধিক টাকা। একইভাবে শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হয়েছিল ৩০ লক্ষ টাকার সোনা। এছাড়া বিমানবন্দর থেকে প্রায়ই সোনা উদ্ধার হয়ে থাকে। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, কলকাতা থেকে যে সমস্ত সোনা পাচার হচ্ছে সেগুলি দেশের বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সেগুলি বেশি মূল্যে বিক্রি করছে পাচারকারীরা🥃। যাদের কাছ থেকে সোনা উদ্ধার হচ্ছে তারা যথাযথ নথিপত্র দেখাতে পারছেন না।