দিল্লি থেকে ডিব্রুগড়ের দিকে উড়ে যাচ্ছিল বিমান। সেই সময় মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়লেন কেবিন ক্রু। এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল ওই বিমান। অবতরণের পরে প্রথমে অসুস্থ কেবিন ক্রু’কে দ্রুত প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাঁকে শহরের একটি🐠 বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে ডিব্রুগামী ওই ভিস্তা🥀রা ইউকে ৭৪১ বিমানে ১৪৯ ♛জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাংলার আকাশে প্রবেশ করার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই কেবিন ক্রু। তাঁর বমি শুরু হয়। তখনই বিমান চালক কলকাতা বিমানবন্দরের এটিসি’র সঙ্গে যোগাযোগ করেন এবং রবিবার সকাল ১০টা ২৯ নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে। অসুস্থ কেবিন ক্রু’কে বিমান থেকে নামিয়ে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।🧸 এদিকে বিমানটি বেশ কিছুক্ষণ কলকাতা বিমান༺বন্দরে থাকার পর ১১টা ৫০ নাগাদ পুনরায় ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেয়।
অন্যদিকে, লখনউ থেকে কলকাতাগামী এআইএক্স কানেক্ট বিমানটি উড়ান শুরু করার পর বিপত্তি ঘটে। পাখির আঘাত লাগার ফলে বিমানটি পুনরায় লখনউ বিমানবন♋্দরে জরুরি অবতরণ করে। প্রসঙ্গত, কিছুদিন আগে রাশিয়ার মস্কো থেকে গোয়াগামী একটি বিমান উড়িয়ে দেওয🍌়ার হুমকি আসে গোয়া বিমানবন্দরে। এরপরে জরুরি ভিত্তিতে সেই বিমানটিকে উজবেকিস্তানে অবতরণ করানো হয়। যদিও হুমকি দিয়ে জানানো হয়েছিল যে বিমানের মধ্যে বোমা রাখা রয়েছে। তবে জরুরি অবতরণের পর তল্লাশি চালিয়েও বিমানটি থেকে কিছু পাওয়া যায়নি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT ൩App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup