বাগনান হাওড়া লোকাল বেলাইন। রেল সূত্রে খবর হাওড়া স্টেশনে ঢোকাꦫর মুখে কামরা লাইনচ্যুত। অফিস টাইমে চরম ভোগান্তি।
টিকিয়াপাড়ার কাছে হাওড়ার ১৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের মুখেই বেলাইন হয়ে যায় ট্রেনটি। বাগনান-হাওড়াꦿ ডাউন লোকাল আচমকাই বেলাইন হয়ে যায়।এনিয়ে অফিসে টাইমে যাত্রীদের মধ্য়ে ব্যপক আতঙ্ক ছড়ায়। সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর। যাত্রীরা মাঝপথেই ট্রেন থেকে লাইনে নেমে পড়েন।
রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। রেলের তরফে জানানো হয়েছে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ৩৮২০২ বাগনান -হাওড়া লোকাল ১৪ নম্বর প্লাটফর্মে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে যায়। হা🅠ওড়ღার দিক থেকে পাঁচ নম্বর বগি লাইনচ্যুত হয়।
এদিকে ঘটনার পরেই রেলযাত্রীরা রেললাইনে লাফ দিয়ে নামতে থাকেন। এরপর রেললাইন দিয়ে ঝুঁকি নিয়েই তাঁরা প্লাটফর্মের দিকে এগোতে থাকেন। অফিস টাইমে এই ঘটনার জেরে ব্য়পক ভোগান্෴তি হ👍য় যাত্রীদের।
এদিকে কীভাবে এই ঘটনা হল তা রেলকর্তৃপক্ষ খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় ফের রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের আধিকারিকরা দ্র꧙ুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।