বিধাননগর পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা চক্রবর্তী সমর্থনে প্রচারে নামলেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। আর বিধাননগরে এসে সব্যসাচী দত্তকে নিশানা করলেন দিলীপ ঘোষ। গত বিধানসভা ভোটের আগেই বিজেপিতে গিয়েছিলেন সব্যসাচী। আর পুরভোটের আগে ফের তৃণমূলে ফিরে এসেছেন সব্যসাচী। সেই সব্যসাচীতে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, যারা যে সিস্টেমের সঙ্গে যুক্ত তা তারা ছাড়তে পারে না। বিজেপিতে এসব করতে পারেননি। বিজেপি এসবে বিশ্বাস করে না। তাই হয়তো ঠিক জায়গায় ফিরে গিয়েছেন। অন্যদিকে আসানসোলে পুরভোটের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আসানসোলে বাবুল সুপ্রিয়কে ছাড়া সর্বশক্তি দিয়ে লড়ব। ওখানেও ভয় দেখানোর কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি পুরভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ নিয়ে মুখ খোলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, আমাদের যারা কাজ করছেন, পার্টির জন্য নড়াচড়া করছেন, সন্দেহ করা হচ্ছে তিনি বিজেপি করছেন তাকেও মারধর করা হচ্ছে। যাদের বিশ্বাসযোগ্যতা চলে গিয়েছে তারা তৃণমূলের কাছে বিশ্বাস ফিরে পাওয়ার জন্য এসব করছেন। সন্ত্রাস ছাড়া তৃণমূল জিততে পারবে না। ওরা চাইছেন না সাধারণ মানুষ ভোট দিক। যারা তৃণমূলকে সমর্থন করবেন তারাই ভোট দিক এটাই তারা চাইছেন। ভোট দেওয়ার সময় লাইভ ভিডিও করে দেখাতে হয়েছে কোন বোতামে টিপছে। এমন ঘটনাও কলকাতা পুরভোটে হয়েছে। এখানেও তার ব্যতিক্রম হবে না।