বিহারের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আর সেই দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে দিলীপ ঘোষ বললেন, 'এরকম দু'একটা ঘটনা হয়েই থাকে।' উল্লেখ্য, কয়েক মাস আগেই ওড়িশা꧂য় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় কেঁপে উঠেছিল দেশবাসীর বুক। করমণ্ডল এক্সপ্রেসের সেই বিভীষিকাময় স্মৃতি ঝাপসা হতে না হতেই ফের বড়সড় দুর্ঘটনা ঘটল দেশে। এবার দুর্ঘটনাস্থল বিহারের রঘুনাথপুর। গতরাতে নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন যাত্রীর। আর তা নিয়ে আজ সকালে জানতে চাওয়া হয়েছিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কাছ থেকে। সেখানেই দিলীপ ঘোষ বলেন, 'যেখানে প্রতিদিন হাজার হাজার, লক্ষ লক্ষ ট্রেন চলছে, সেখানে এরকম দু'একটা ঘটনা হয়েই থাকে।'
আজ মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদি𓆏কদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময়ই তাঁকে বিহারের রেল দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নতুন লাইন বসছে। আগের লাইন পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে নতুন প্রযুক্তি আসছে। যাতে দুর্ঘটনা কমে যায়, এমন প্রযুক্তি আনা হচ্ছে। তবে তাতে সময় লাগছে। অনেক পুরনো হয়ে গিয়েছে লাইন। তাই কোনও কোনও সময় দুর্ঘটনা ঘটছে। যেখানে প্রতিদিন হাজার হাজার, লক্ষ লক্ষ ট্রেন চলছে, সেখানে এরকম দু'একটা ঘটনা হয়েই থাকে। তবে সরকার সমস্যার সমাধানে সচেষ্ট।'
জানা গিয়েছে, গতরাত সাড়ে ৯টার কিছু পরে বিহারের রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন অন্তত ১০০ জন যাত্রী। এদিকে মৃতের সংখ্যা বেড়ে হল ৬। ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যু হয়ে যায়। এদিকে ট্রেনের তিনটি এসি কামরার মধ্যে দু'টি ছিটকে পড়ে গিয়েছিল লাইনে। দুর্ঘটনার জেরে বৈদ্যুꦇতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতিতে নয়াদিল্লি-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনেরই পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে।🅺 দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের শীর্ষ কর্তারা।
এদিকে কী কারণে এই দুর্🐼ঘটনা হল এবং ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা জংশনের মধ্যে চলাচল করে ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রাপথের একটা অংশ পশ্চিমবঙ্গের উপর দিয়েও যায়। পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড ♊এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ায়।