দেবাঞ্জনের সঙ্গে প্রভাবশালীদের ছবি তোলা নিয়ে এবার তৃণমূলকে কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, একসঙ্গে ছবি তুলেছেন। সবাই সব কিছু জানেন, জেনেশুনে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে।তিনি প্রশ্ন তোলেন, ‘ দেবাঞ্জন কাণ্ডে যখন প্রত্যেকদিন কেউ না-কেউ গ্রেফতার হচ্ছে, তখন যেসব প্রভাবশালীদের সঙ্গে দেবাঞ্জনের ছবি রয়েছে, তাঁদেরকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করছে না পুলিশ? এদিন তিনি অভিযোগ করেন, আসলে দোষীকে আড়াল করা হচ্ছে। একসঙ্গে অনুষ্ঠান করছেন। সবাই সব জেনেশুনেই এই কাজ করেছে। এই রাজ্যে আইন-শৃঙ্খলা নীতি পরম্পরা বলতে কিছুই নেই।মুকুল রায়ের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘একজন লোক আমাদের দল থেকে জিতে অন্য দলে যোগ দিচ্ছেন। আবার তাঁকেই একটি কমিটির চেয়ারম্যান করা হবে। তিনি প্রশ্ন তোলেন, এটাই কি সংসদীয় পরম্পরা?তিনি আরও বলেন, ‘ মুকুল রায় এ রাজ্যের অভিজ্ঞ রাজনীতিবিদ। সাধারণ মানুষের কাছে কি উদাহরণ তৈরি করছেন তিনি? দুঃখ প্রকাশ করে দিলীপবাবু বলেন, ‘রাজনীতি থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে বলেই মানুষ রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছেন।’তারপর সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, ‘এই সরকার চালাকি দিয়ে শুরু করেছে। আমরা এর প্রতিবাদ করব। তিনি জানান, রাজ্যের কার্যকারী সভাতেই নিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে।মালদহে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যারা দলে থেকে দল বিরোধী কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’