দোলের জন্য শুক্রবার কমানো হয়েছে কলকাতা মেট্রোর পরিষেবা। দুপুরে পরিষেবা শুরু হবে। তাไরপর🌠 মাত্র ৫৮ টি মেট্রো (২৯ টি আপ এবং ২৯ টি ডাউন) চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও দুপুর থেকে শুরু হবে।
দোলের দিন প্রথম মেট্রো কখন ছাড়বে?
১) দক্ষিণেশ্বর থেকে 🦩কবি সুভাষ: দুপুর ২ টো ৩০ মিনিট।
২) দমদম থেকে দক্ষিণেশ্বর: দুপুর ২ টো ৩০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: 🐷দুপুরℱ ২ টো ৩০ মিনিট।
৪) দমদম থেকে কবি সুভাষ: দুপুর ২ টো ৩০ মিনিট।
শেষ মেট্রো পরিষেবা
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ১৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৩০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কখন থেকে শুরু হবে পরিষেবা?
১) ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: দুপুর ৩ টে।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান: দুপুর ৩ টে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কতক্ষণ মিলবে পরিষেবা?
১) ফুলবাগান থেকে সল্টলেক 🦂সেক্টর ফাইভ: সন্ধ্যা ౠ৭ টা ৩০ মিনিট।
২) স🌳ল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিജট।
দোলের পরদিনও অন্যদিনের থেকে কম মেট্রো চলবে। সেদিন ২০৮ টি মেট্রো (১০৪ টি আপ এবং ১০৪ টি ডাউন) চালানো হবে। শনিবার প্রথম এবং শেষ মেট্ꦡরোর সময় দেখে নিন -
শনিবার (১৯ মার্চ) প্রথম মেট্রো কখন ছাড়বে?
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
২) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৭ টা।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৭ টা।
৪) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
শেষ মেট্রো পরিষেবা (শনিবার, ১৯ মার্চ):
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ১৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৩০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট।