আজ মহাপঞ্চমী। কিন্তু রাস্তায় বেরলে মনে হবে মহাষ্ঠমীর দুর্গাপুজো দেখতে মানুষের ঢল নেমেছে। তবে অনেক রাত পর্যন্ত যাঁরা প্রতিমা দর্শন করতে এখন থেকেই বেরিয়ে পড়েছেন তাঁদের প্রশ্ন রাতে বাস মিলবে তো? ইতিমধ্যেই উৎসবের মেজাজে সেজে উঠেছে কল্লোলিনী কলকাতা। মহালয়ার পর থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। শ্রীভূমি, টালা প্রত্যয়💞, সুরুচি সঙ্ঘ, শিবমন্দিরের মতো বড় দুর্গাপুজোগুলি ছাড়াও দমদম পার্ক, হাতিবাগান, গড়িয়াহাট, রাসবিহারী, দেশপ্রিয় পার্কের মতো দুর্গাপুজো প্যান্ডেলেও নেমেছে মানুষের ঢল। এই আবহে সাধারণ মানুষের সুবিধার জন্য পাশে দাঁড়াল রাজ্য পরিবহণ দফতর।
ইতিমধ্যেই মেট্রো রেল এবং পূর্ব রেল ঘোষণা করেছে দুর্গাপুজোর দিনগুলিতে সারারাত ট্রেন চালাবে। মাঝরাত পর্যন্ত চলবে ফেরি সার্ভিসও। কিন্তু সব রুটে তো মেট্রো বা লোকাল ট্রেন 🔜চলে না। ফেরি সার্ভিসও গোটা শহরে মেলে না। তার জন্য নির্দিষ্ট রুট আছে। কিন্তু এখন মাঝরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন মানুষজন। কিন্তু এখন উৎসবের দিনে রাস্তায় বাসের খুব অভাব দেখা যাচ্ছে। এই কথা জানতে পেরে এবার সুখবর দিল রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জ🉐ানান, আগামী বুধবার অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে কলকাতায় সারারাত মিলবে সরকারি বাস। সুতরাং আর কোনও চাপের ব্যাপার নেই।
আরও পড়ুন: পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি
এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। এখন সারারাত প্যান্ডেল হপিং করার মুশকিল আসান হয়ে গেল। এই বিষয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘বহু মানুষই ꦛজেলা থেকে দুর্গাপুজো দেখতে কলকাতায় আসেন। তাঁরা যাতে হাওড়া, শিয়ালদা স্টেশন এবং বারাসতে পৌঁছতে পারেন তাঁর জন্য সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। এখন থেকেই কলকাতায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। চতুর্থী ও পঞ্চমীতে রাজ্যের পরিবহণ নিগমের পক্ষ থেকে ৪০০ অতিরিক্ত বাস চালানো হচ্ছে। ষষ্ঠী থেকে দুর্গাপুজোর বাকি দিনগুলিতে আরও বাড়বে বাসের সংখ্যা। সকাল ১০টার পর বাড়ানো হবে বাস। দুর্গাপুজোর সময় রাস্তায় অতিরিক্ত ইলেকট্রিক ꦡবাস নামানো হবে।’
আজ, মঙ্গলবার থেকে এই পরিষেবা মানুষ পেতে শুরু করলে মণ্ডপে মণ্ডপে আরও ভিড় বাড়বে। বেসরকারি বা🐽স রাস্তায় নেমেছে ঠিকই। তবে সারারাত পাওয়া যাচ্ছে না। সেখানে সারারাত সরকারি বাস পরিষেবা পেয়ে মানুষজন অত্যন্ত খুশি হবেন। সেক্ষেত্রে সারারাত ঠাকুর দেখে দর্শনার্থীরা নিজেদের বাড়ির রুটে বাস পেয়ে যাবেন। কলকাতার দুর্গাপু♋জোর ভিড় টানার ক্ষেত্রে এবারেও উদ্যোগ নিয়েছে মেট্রো রেল। ইতিমধ্যেই মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে। তাই শনিবার ও রবিবার মিলিয়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের মেট্রোয় লক্ষের বেশি যাত্রী হয়েছে বলে সূত্রের খবর। আর তার সঙ্গে সরকারি বাস পরিষেবা সারারাত থাকলে আর কোনও তুলনাই হয় না।