বিহারের পটনায় একটি ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে মঙ্গলবার সকাল থেকে কলকাতা লাগোয়া একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছে ইডಌি। রাজারহাট ও বিধাননগর অন্তত ২টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা। সূত্রের খবর, যে ২ ঠিকানায় তল্লাশি চলছে সেগুলি ২ জন ব্যবসায়িক সহযোগীর।
আরও পড়ুন: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দি🐈ল 𝓡হাইকোর্ট
পড়তে থাকুন: এবার রাজপথে ‘মৃত্যুঘণ্টা’🃏 বাজালেন মমতা, নেপথ্যে সেই পরেশ পাল, BJP-র প্রশ্ন কার?
মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে রাজারহাটের মহিষবাথানের একটি আবাসনে পৌঁছন ইডির আধিকারিকরা। সেখানকার একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন তাঁরা। একই রকম তল্লাশি শুরু হয় বিধাননগরের একটি বাড়িতে। ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হোটেল ব্যবসায়ী। দার্জিলিং, কলকাতা, ভুবনেশ্বরে হোটেল রয়েছে তাদের। বিধাননগর সেক্টর ফাইভে একটি অফিসও রয়েছে। পটনার একটি ব্যঙ্ক থেকে মোটা টাকা ঋণ নিয়ে শোধ না ღকরার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন: এবার রাজপথে ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা, নেপথ্যে সেই পরে🐼শ পাল, BJP-র প্রশ্ন কার?
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও♚ এই ২ ঠিকানায় তল্লাশি চালিয়েছিলেন তাঁরা। তদন্তের প্রয়োজনে ফের ময়দানে নেমেছেন গোয়েন্দারা।