রক্তের ক্যানসারে ভুগছেন এসএ♓সসি আন্দোলনকারী সোমা দাস। এই মারণ রোগ সঙ্গে নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার আদালতের প্রস্তাবে সোমাকে শিক্ষকতার চাকরি দেওয়ার নির্দেশ দিল꧅ রাজ্য সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে এই বিষয়ে চিঠি দেও্য়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। আগামী ৭ দিনের মধ্যে সোমাকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, ক্যানসারে আক্রান্ত সোমা দাস আসলে বীরভূমে নলহাটির বাসিন্দা। অন্যান্যদের মতো তিনিও চাকরি পাওয়ার ন্যায্য দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। ২০১৯ সাল থেকে তাঁর এই আন্দোলন করে যাওয়ার বিষয়টি জানতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই বিচারপতি শিক্ষকতার বদলে সোমাকে অন্য🥃 সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বিচারপতি।
কিন্তু সোমা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরই হাই কোর্টের তরফে সোমাকে চাকরি দেওয়ার ব্যাপারে রাজ্য সরকা♌রকে অনুরোধ করা হয়। এই বিষয়ে মানবিক দিকটি খতিয়ে দেখার অনুরোধ জানান বিচারপতি। এরপর বিষয়টি নিয়ে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। নবান্নের তরফে জানানো হয়, গত ১২ মে মন্ত্রিসভার বৈঠকে সোমাকে চাকরি দেওয়ার সিদ্🐠ধান্ত পাকা হয়। শিক্ষা দফতরের তরফে এই বিষয়ে এসএসসিকে চিඣঠি দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে।