কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইড🐲ি) আরও তৎপর হয়ে উঠল। এখন বাংলায় দুর্গাপুজোর মরশুম। আর এই মামলায় আজ আইপিএস জ্ঞানবন্ত সিংকে নয়াদিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। আর তাতেই তোলপাড় প্রাশাসন। তাঁকে জিজ্ঞাꦍসাবাদের জন্য নয়াদিল্লির ইডির দফতরে তলব করা হয়েছে। কয়লা পাচার মামলায় এই নিয়ে দ্বিতীয়বার নয়াদিল্লিতে জ্ঞানবন্ত সিংকে তলব করল ইডি। গত ২২ অগস্ট প্রথমবার জ্ঞানবন্ত সিং–কে ইডি নয়াদিল্লিতে তলব করেছিল।
তারপর ঠিক কী ঘটেছিল? ওই ডাকে তখন সাড়া দেননি জ্ঞানবন্ত সিং। এখন তিনি এডিজি এসটিএফ–এর দায়িত্ব সামলাচ্ছেন। গত সোমবারই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল♉ কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে। এবার জ্ঞা꧋নবন্ত সিংকে তলব করা হল। কয়লা পাচার কাণ্ডে ইডি একাধিক পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে। রাজ্যের মন্ত্রীকেও জেরা করা হয়েছে। কিন্তু জ্ঞানবন্ত সিং এই নিয়ে অনেক কিছু জানেন বলে মনে করছেন ইডির অফিসাররা।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কী তথ্য পেয়েছে? সিবিআ♏ই📖 সূত্রে খবর, রাজ্য এসটিএফ–এর এডিজি জ্ঞানবন্ত সিং আগে শিল্পাঞ্চলে কাজ করেছেন। তাই তাঁর কাছ থেকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু নথি হাতে এসেছে। যার জবাব দিতে পারেন জ্ঞানবন্তই। তাই এই জরুরি ত🐲লব। কয়লা পাচার মামলার তদন্তে তেড়েফুঁড়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মূল অভিযুক্ত লালাকে গ্রেফতার করা হয়েছে আগেই। এবার জিজ্ঞাসাবাদ করতে জ্ঞানবন্তকে নয়াদিল্লিতে ডাকা হয়েছে।
আর কী জানা যাচ্ছে? কয়লা পাচার মামলায় আগেও ৮ আইপিএস অফিসারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই আকাশ মাঘারিয়াকে তলব করেছেন ইডির তদন্তকারীরা। চলতি সপ্তাহেই দু’জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর কয়লা পাচার মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার। পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন আকাশ মাঘারিয়া। আর এবার জিজ্ঞাসাবাদের জন্ꦺয আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকেও ২৮ সেপ্টেম্বর নয়াদিল্লি অফিসে তলব করা হয়েছে। কয়েকদিন আগে মন্ত্রী মলয় ঘটককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।