ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজের ফলে গত ১১ মে বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে নতুন করে ফাটল দেখা দিয়েছিল। ঝুঁকি এড়াতে আপাতত বউবাজারে ক্ষতিগ্রস্ত অংশে কাজ বন্ধ রেখেছে কেএমআরসিএল। তার ওপর বর্ষার জেরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ আরও অনেকটা পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে♔ বউবাজারের ঘটনার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছে। ফের নতুন করে ঘটনাস্থলে মাটি পরীক্ষা করতে চলে🍌ছে আইআইটি রুরকির প্রতিনিধি দল।
কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছে, আইআইটি রুরকির এই বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করে মাটি পরীক্ষা করে রিপোর্ট দেবে। তার পদ্ধতি পরবর্তী সিদ্ধান্ত নেবে কেএমআরসিএল। উল্লেখ্য, সুড়ঙ্গ থেকে ক্রমাগত যেভাবে জল উঠছিল তা এখন পুরোপুরি বন্ধ হয়েছে বলে কেএমআরসিএল সূত্রের খবর। যে জায়গা থেকে ক্রমাগত জল বের হচ্ছিল সেগুলি গ্রাউটিং করে বন্ধ করা সম্ভব হয়েছে। মোট ১১টি জায়গায় গ্রাউটিং করা হয়েছে। ফলে এখন আর জল বেরোচ্ছে না বলে জানিয়েছেন কেএমআরসিএলের আধিকারিকরা। সেই সঙ্গে সুড়ঙ্গে মাটির নড়ন চড়নও বন্ধ হযꦕ়েছে। বিভিন্ন মিটারের সাহায্যে তা জানতে পেরেছেন ইঞ্জিনিয়💛াররা। ফলে নতুন করে আর কোনও বাড়িতে ফাটলের সম্ভাব🌺না নেই বলে অনুমান ইঞ্জিনিয়ারদের।