ক্রিকেট খেলতে যেতে না পারায় আত্মঘাতী হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। মৃতের নাম সোহম বসু(২১)। সে কসবার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতে চেয়েছিল🌠 সে। আর তাতে বাধা দেন মা। সামনে পরীক্ষা এখন খেলা কিসের? এই প্রশ্ন তুলে মায়ের বকুনি শোনে ছাত্রটি। তার পরই কসবায় ঘর থেকে মিলল ইঞ্জিনিয়ার পডুয়ার ঝুলন্ত দ🐬েহ। ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন বলে অনুমান। যদিও কোনও সুইসাইড নোট মেলেনি।
ঠিক কী ঘটেছে কসবায়? স্থানীয় সূত্রে খবর, বন্ধুরা ক্রিকেট খেলতে ডাকতে এলে সোহমের মা তাদের ফিরিয়ে দেন। আর সামনে পরীক্ষা আছে বলে ছেলে সোহমকে পড়তে বসতে বলেন🦩। সামনে পরীক্ষা এখন খেলা কিসের? এই বলে তারপর শনিবার দুপুর দেড়টা নাগাদ সোহমের মা–বাবা একটি কাজে বাড়ির বাইরে বেরোন। প্রায় ১ ঘণ্টা পর তাঁরা ফিরে এসে সোহমকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি সোহমকে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, পরীক্ষার আগে ক্রিকেট খেলা নিয়ে সোহমকে ๊বকাবকি করেন তাঁর মা। খেলতে যেতে বাধা দেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে কাজে যান সোহমের বাবা–মা। বাড়ি ফিরে দেখেন সিলিং ফ্যানে ঝুলছে সোহম। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়নি। সোহ🐠ম বসু (২১) নিউ গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।