নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরের পিকাডেলি সার্কাস জংশন💎 বিখ্যাত। সেখানে চার মাথার এই মোড়ে অত্যাধুনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয় যান চলাচল। তবে সেটি হয় রাস্তার উপর নয় মাটির নীচে। এবার লনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্ডনের এই পিকাডেলি সার্কাসের আদলেই গড়ে উঠছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তাতে একদিকে নিরাপত্তা বাড়বে, অন্যদিকে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে বলেই মেট্রো রেল সূত্রে খবর।
ঠিক কী হবে এসপ্ল্যানেড স্টেশনে? এই স্টেশন একদম নতুন লুকে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে। এসপ্ল্যানেড জংশন মেট্রো স্টেশন থেকে শহরের গুরুত্বপূর্ণ চারটি মেট্রো রুট কবি সুভাষ, দক্ষিণেশ্বর, জোকা বিবাদীবাগ, নিউ গড়িয়া, এয়ারপোর্ট এবং ইস্ট ওয়েস্টের ট্রেনগুলি চলাচল করবে। ফলে ব্রেক জার্নি করতে হবে 🐟না। তাছাড়া ঝাঁ চকচকে করে সাজিয়ে তোলা হবে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আরও বেশি করে অত্যাধুনিক আলো এবং প্রযুক্তি নির্ভর সরঞ্জাম লাগানো হবে।
আর কী জানা যাচ্ছে? এসপ্ল্যানেড স্টেশনটি মধ্য কলকাতার একটি অত্যন্ত🐼 গুরুত্বপূর্ণ স্টেশন। প্রত্যেকদিন এই স্টেশনদিয়ে সবচেয়ে বেশি মেট্রো–যাত্রীরা যাতায়াত করেন। এখানে স্কুল–কলেজ, অফিস, আদালত থেকে শুরু করে শপিং পর্যন্ত যাতায়াত করতে ব্যবহার করেন এসপ্ল্যানেড স্টেশন। রোজ💞 এই স্টেশনে মেট্রো–যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে💜। আগামী দিনে এই স্টেশন থেকে যাতায়াত করা যাবে শহরের চারটি গুরুত্বপূর্ণ মেট্রো রুটে।