এবার চরম আর্থিক সমস্যায় পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের অধীনস্থ এই বিশ্ববিদ্যালয় শিক্ষাজগতে বার বার গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে। আর সেই বিশ্ববিদ্য়ালয়ই ভুগছে অর্থ সংকটে। সূত্রের খবর, রাজ্য ও কেন্দ্র থেকে প্রয়োজনীয় অনুদান বরা𒆙দ্দ করা হয়। কিন্তু রাজ্য় ও কেন্দ্রীয় সরকার থেকে এব্যাপারে প্রয়োজনীয় অনুদান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আর তার জেরে ক্রমেই অর্থ সংকট মাথাচাড়া দিচ্ছে যাদবপুরের মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে। চিঠি লিখেও কাজের কাজ কিছু হয়নি বলে খবর। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার প্রাক্তনীদে📖র কাছে অর্থ সহায়তার অনুরোধ করেছে।
উ♉পাচার্য যে চিঠি লিখেছেন তাতে দেখা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক স্বীকৃতি পেয়েছে। কিন্তু যে পরিমাণ টাকা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য প্রয়োজন সেই পরিমাণ অর্থ কেন্দ্র ও রাজ্য থেকে আসছে না। ইতিমধ্যেই আর্থিক ঘাটতি চলছে।
সূত্রের খবর, আর্থিক সংকটের জেরে বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে বড় সমস্য়া হতে পারে। যার মাসুল গুনতে হতে পারে মেধাবী পড়ুয়াদের। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের দেশের উচ্চমেধার পীঠস্থান, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ জুটছে না এটা কিছুতেই মেনে নি💦তে পারছেন না প্রাক্তনীদের অনেকেই। বিশ্বের সেরাদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের ৪২জন বিজ্ঞানী স্থান পেয়েছিলেন।ౠ আর সেই বিশ্ববিদ্෴যালয়ই প্রয়োজনীয় ফাণ্ড পাচ্ছে না বলে অভিযোগ।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের সা🔜মগ্রিক পরিচালনাতেও এবার সমস্যা হতে পারে। সব মিলিꦇয়ে এবার প্রাক্তনীদের আর্থিক সহায়তার দিকে তাকিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অনেকের মতে এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি অবৈধ টাকা। আর এই রাজ্যেই যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের জন্য় অনুদান জোটে না। সম্প্রতি এনসিসির তরফে অভিযোগ করা হয়েছিল তাদের বকেয়া মেটানো হচ্ছে না। এবার কার্যত একই পরিস্থিতি যাদবপুরেরও।