কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করে বসেছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। ফাদার এবং নানের যৌন সম্পর্ক নিয়ে অনন্যার সেই বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। তিনি অনন্যার কাছ থেকে জবাবদিহি চেয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে। আর এবার সেই মন্তব্যের জেরে নিউমার্কেট থানায় অনন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। (আরও পড়ুন: সারারাত কাটিয়ে সন্দেশখালি ছাড়লেন DGP, অত্যন্ত ইঙ্🗹গিতবহ মন্তব্য রাজীব কুমারের)
আরও পড়ুন: সংগ্রামী যৌথ মঞ্চের হাতিয়ার '৩৯২.৮৩', ডিএ-র দাবিতেꦫ আজ কর্মবিরতিতে সরকারি কর্মীরা
উল্লেখ্য, অনন্যা🌺র বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা পুরসভার অধিবেশনেই ঝড় উঠেছিল। বিরোধীরা তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে আক্রমণ শানান। শাসকদলও অস্বস্তিতে পড়ে অনন্যার এই মন্তব্যে। অনন্যা কাণ্ডে গতকাল প্রতিবাদ মিছিলেরও আজোয়ন করেছিল বিজেপির সংখ্যালঘু মোর্চা। হাজরা মোড়ের সেই কর্মসূচি থেকে গ্রেফতার করা হয়েছিল সংখ্যালঘু মোর্চার ন𝄹েতা চার্লস নন্দীকে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। এই সবের মাঝেই অনন্যার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে বিজেপি।
এদিকে অনন্যার মন্তব্যের ভিডিয়ো পোস্ট করে বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্যদের গ্রেফতারির প্রতিবাদ করেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, 'তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদে বিজেপির তরফে মিছিল করা হচ্ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ সংখ্যালঘু মোর্চাꩵ সভাপতি চার্লস নন্দী এবং তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মীদের গ্রেফতার করেছে। এটা লজ্জার। কাউন্সিলরের🍃 মন্তব্য খিস্টান সম্প্রদায়ের ভাবাবেগ এবং বিশ্বাসের উপর গভীরভাবে আঘাত করেছে।'
কী বলেছিলেন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়? পুরসভার আইনের বিষয়ে বিরোধীরা যে পুরোপুরি জানেন না, এই বিষয়টি তুলে ধরতে গিয়ে এক যৌন কেচ্ছার কাহিনী তুলে ধরেন অনন্যা। তাতে দুই চরিত্র এক ফাদার এবং এক নান। বাইবেলের ১২২ নম্বর অধ্যারের উল্লেখ করে অনন্যা সেই সব কথা বলেছিলেন। পরে মেয়র ফিরহাদ হাকিম অনন্যার কাছে জবাবদিহি চান এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে ফিরহাদ ল🐎িখেছিলেন, 'আজ পৌরসভায় বাজেট বক্তৃতায় পৌর প্রতিনিধি অনন্যা বন্দ্যেপাধ্যায়ের কিছু মন্তব্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে। আমি এই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে জানাচ্ছি যে ওনার এই মতের সাথে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করে হচ্ছে। ওনার কাছে তৃণমূল কংগ্রেস পৌর দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে।' তবে এই নিয়ে বিতর্ক থামছে না।